স্পোর্টস ডেস্ক
ঢাকা: চলমান ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের পঞ্চম ম্যাচে ঘটেছে দারুণ এক মজার ঘটনা। ম্যাচের তৃতীয় দিন খেলা দেখতে আসা এক দর্শককে জামা বদলাতে বাধ্য করেছেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। এমনকি সেই দর্শক জামা পরিবর্তন না করা পর্যন্ত খেলা বন্ধ রাখেন তিনি।
শনিবার ব্যাট করার সময় সেই দর্শকের জন্য বল দেখতে জাদেজার সমস্যা হচ্ছিল। ইংল্যান্ডের সেই সমর্থক লাল রঙের টি-শার্ট পরে টেস্ট দেখতে এসেছিলেন। তিনি বসেছিলেন পিচের প্রায় সোজাসুজি থাকা এক দর্শক আসনে। তার জামার রঙের সঙ্গে বলের রং মিশে যাচ্ছিল। আর তাই ব্যাট করতে সমস্যা হচ্ছিল জাদেজার।
একটু পর জাদেজা আম্পায়ারদের সেই দর্শককে অন্য কোনো আসনে বসানোর ব্যবস্থা করতে বা তার লাল রঙের জামা ঢেকে দিতে অনুরোধ করেন। মাঠের আম্পায়াররা সেই অনুযায়ী নিরাপত্তাকর্মীদের নির্দেশ দেন। লাল টি-শার্ট পরা ইংল্যান্ড সমর্থককে প্রথমে অন্য আসনে বসার অনুরোধ করা হয়। কিন্তু তিনি রাজি হননি। কারণ তিনি ওই আসনে বসেই খেলা দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন।
পরবর্তীতে তাকে লাল টি-শার্ট ঢেকে ফেলার অনুরোধ করা হয়। তাতেও রাজি হননি। কিন্তু জাদেজাও অসুবিধার কথা জানিয়ে ব্যাট করতে রাজি হননি। শেষ পর্যন্ত আম্পায়ারদের নির্দেশে এক নিরাপত্তারক্ষী ওই ব্যক্তিকে একটা ধূসর রঙের টি-শার্ট ছুঁড়ে দেন। অনেকটা নিমরাজি হয়েই লাল টি-শার্টের উপর ধূসর টি-শার্টটি পরে নেন ওই ব্যক্তি।
সমস্যার সমাধান হওয়ার পর আবার ব্যাট করতে শুরু করেন জাদেজা। সেই ক্রিকেট সমর্থকের সামনের আসনে অবশ্য আরেক যুবকও লাল টি-শার্ট পরে বসেছিলেন। তবে তার জন্য জাদেজার ব্যাট করতে সমস্যা হয়নি। কারণ জাদেজার দৃষ্টি পথে সেই যুবক এবং বল এক সঙ্গে আসছিল না।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0