বুধবার, ৬ আগস্ট ২০২৫

হাসিনাকে ফেরানোর দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও করবে জাগপা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে বুধবার ঢাকায় ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন এবং একদফা সরকার পতনের দাবিতে চলমান আন্দোলনের ধারাবাহিকতায় ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে। ওই দিনই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করে ভারতে আশ্রয় নেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে বুধবার ঢাকায় ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা।

পল্টনে মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে জাগপার সহসভাপতি রাশেদ প্রধান এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, ভারত সরকার খুনি হাসিনাকে রাষ্ট্রীয় মর্যাদায় এক বছর ধরে আশ্রয় দিচ্ছে। তাই আমরা আগামীকাল (বুধবার) ভারতীয় দূতাবাস ঘেরাও করে আমাদের সুস্পষ্ট দাবি জানাব।

“আমাদের দাবি হচ্ছে, খুনি হাসিনাকে ফেরত দিতে হবে এবং ভারতীয় আগ্রাসন বন্ধ করতে হবে। আমি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষাকারী দেশপ্রেমিক জনগণকে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি সফল করার আহ্বান জানাচ্ছি।”

পল্টনে শফিউল আলম প্রধান মিলনায়তনে কর্মসূচি ঘোষণা করেন রাশেদ প্রধান। দূতাবাস ঘেরাও কর্মসূচির কারণে গুলশান এলাকায় যানজট সৃষ্টি হতে পারে এমন আশঙ্কার কথা তুলে আগাম দুঃখও প্রকাশ করেন তিনি।

জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন প্রধান, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রওশন আলম আকন্দ, প্রকাশনা বিষয়ক সম্পাদক এসএম জিয়াউল আনোয়ার, ঢাকা মহানগর জাগপা আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0