মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

দুর্নীতি ও ম্যাচ-ফিক্সিংয়ের অভিযোগে বিপাকে ইতো

২০২১ সাল থেকে ফেডারেশনের নেতৃত্বে থাকা এই সাবেক বার্সেলোনা, ইন্টার মিলান ও চেলসি তারকা, যিনি একসময় লিওনেল মেসির সতীর্থ ছিলেন, ৪৪ বছর বয়সে জড়িয়ে পড়েছেন দুর্নীতি, ম্যাচ-ফিক্সিং ও অর্থ আত্মসাতের মতো গুরুতর অভিযোগে।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: আফ্রিকার ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়দের একজন স্যামুয়েল ইতো বর্তমানে ক্যামেরুনিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি। কিন্তু এবার তিনি চরম বিতর্ক ও ভয়াবহ অভিযোগের মুখে পড়েছেন।

২০২১ সাল থেকে ফেডারেশনের নেতৃত্বে থাকা এই সাবেক বার্সেলোনা, ইন্টার মিলান ও চেলসি তারকা, যিনি একসময় লিওনেল মেসির সতীর্থ ছিলেন, ৪৪ বছর বয়সে জড়িয়ে পড়েছেন দুর্নীতি, ম্যাচ-ফিক্সিং ও অর্থ আত্মসাতের মতো গুরুতর অভিযোগে।

আন্তর্জাতিক আইনজীবী এমানুয়েল নসাহলাই আনুষ্ঠানিকভাবে ক্যামেরুনের ক্রীড়া মন্ত্রণালয়, ফিফার নৈতিকতা কমিটি এবং আফ্রিকান ফুটবল কনফেডারেশনের কাছে অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগগুলো হলো,

- ক্যামেরুনিয়ান ফুটবলে দুর্নীতি ও সম্ভাব্য ম্যাচ-ফিক্সিং

- বেটিং কোম্পানির সঙ্গে স্পন্সরশিপে স্বার্থের সংঘাত

- রাজনৈতিক সুবিধার জন্য ফেডারেশনের সংবিধান হেরফের

- বিরোধীদের নিপীড়ন

- জাতীয় দলের প্রীতি ম্যাচের অর্থ থেকে প্রায় ১৫ লাখ ডলার আত্মসাৎ

এ অভিযোগগুলো এমন সময়ে উঠল যখন ইতো দেশের রাজনীতিবিদদের সঙ্গেও টানাপোড়েনে জড়িয়ে পড়েছিলেন, বিশেষ করে জাতীয় দলের কোচ মার্ক ব্রিস-কে নিয়োগের ঘটনায়।

আইনজীবী নসাহলাই বলেন, ‘এটি ইতোকে একজন খেলোয়াড় হিসেবে আক্রমণ নয়। তার ফুটবল ক্যারিয়ার অম্লান। আমার লক্ষ্য ক্যামেরুনিয়ান ফুটবলে সুশাসন ফিরিয়ে আনা, যাতে এটি সততা, উৎকর্ষ আর ফেয়ার প্লের প্রতীক হয়ে দাঁড়ায়। ’

খেলোয়াড় হিসেবে ইতো ক্যামেরুনের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। তিনি চারবার চ্যাম্পিয়নস লিগ জিতেছেন, চারবার আফ্রিকার বর্ষসেরা ফুটবলার হয়েছেন, দুইবার আফ্রিকান কাপ এবং একবার ক্লাব বিশ্বকাপ জিতেছেন। এছাড়া সিডনি অলিম্পিক ২০০০–এ ক্যামেরুনের সোনাজয়ী দলেরও সদস্য ছিলেন তিনি।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0