আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে অবশেষে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরাইল। সেইসঙ্গে ট্রাম্পকে ধন্যবাদও জানিয়েছে দখলদার দেশটির সরকাসেশ
মঙ্গলবার (২৪ জুন) এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এই যুদ্ধবিরতি লঙ্ঘন করা হলে ইসরাইল এর কঠোর জবাব দেবে। ’
ইসরাইল সরকার জানিয়েছে, ইরানের চালানো হামলায় তাদের লক্ষ্য অর্জিত হওয়ায় তারা যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘ইসরাইল ইরানের সামরিক নেতৃত্বের ওপর গুরুতর আঘাত হেনেছে এবং ইরানের কেন্দ্রীয় সরকারের অন্তত কয়েক ডজন লক্ষ্যবস্তু ধ্বংস করেছে।’
এছাড়াও গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনী তেহরানের কেন্দ্রস্থলে সরকারি লক্ষ্যবস্তুতে মারাত্মক হামলা চালিয়ে শত শত আধা সামরিক বাহিনীকে নির্মূল করেছে বলেও দাবি করা হয় বিবৃতিতে।
একই সঙ্গে ইসরাইল জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও একজন জ্যেষ্ঠ পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করেছে তারা।
বিবৃতির শেষে প্রতিরক্ষায় সহায়তা এবং ইরানের পারমাণবিক হুমকি নির্মূলে অংশগ্রহণের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানায় ইসরাইল।
এদিকে সোমবার রাতে চালানো ইসরাইলি হামলার পালটা জবাব দিয়েছে ইরানও। আইআরজিসি জানিয়েছে, তার ইসরাইলে বেশকিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে।
ইসরাইলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, মঙ্গলবার সকালে ইরানের টানা তৃতীয় দফায় চালানো ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির দক্ষিণাঞ্চলে অন্তত ৪ জন নিহত ও ২২ জন আহত হয়েছে।
ইসরাইলের জরুরি সেবাদানকারী সংস্থা মাগেন ডেভিড আদম (এমডিএ) ঘটনাস্থলের বর্ণনা দিয়ে জানায়, ‘আমরা দেখলাম আঘাতের স্থান থেকে ঘন ধোঁয়া উড়ছে এবং যত এগিয়ে যাচ্ছিলাম, ততই স্পষ্ট হচ্ছিল যে একাধিক ভবন ব্যাপকভাবে ধ্বংস হয়েছে।
এদিকে ইরান ও ইসরাইলি সংবাদমাধ্যমগুলোও যুদ্ধবিরতি শুরুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে সময় ও শর্ত নিয়ে বিভ্রান্তি রয়ে গেছে।
এর আগে ইসরাইল ও ইরান একটি ‘সম্পূর্ণ ও সর্বাত্মক’ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে সামাজিকমাধ্যমে দেওয়া এক ঘোষণায় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও ইসরাইলের কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে এই যুদ্ধবিরতি ঠিক কখন এবং কী শর্তে শুরু হয়েছে, তা নিয়ে এখনো স্পষ্টতা আসেনি।
বাংলাফ্লো/আফি
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0