স্পোর্টস ডেস্ক
ঢাকা: দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসে ইসরাইলি সেনাদের গুলিতে নিহত হয়েছেন ফিলিস্তিনি আন্তর্জাতিক দৌড়বিদ আল্লাম আল-আমুর। বুধবার তিনি ত্রাণ আনার চেষ্টা করছিলেন। সেই সময়ে সেনারা গুলি চালালে প্রাণ হারান তিনি। তুর্কি সংবাদমাধ্যম আনাদোলুর খবরে এমন তথ্য জানা গেছে।
আল-আমুরের পরিবারের সদস্যরা জানিয়েছেন, ‘আমেরিকান ত্রাণকেন্দ্র নামে পরিচিত স্থানের কাছে সেনাদের গুলিতে তিনি শহীদ হন।’
মাত্র দুই বছর আগে বড় সাফল্য পান এই তরুণ দৌড়বিদ। ২০২৩ সালের মার্চে কাতারের দোহায় অনুষ্ঠিত ওয়েস্ট এশিয়া ক্লাবস অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৩ হাজার মিটার দৌড়ে ব্রোঞ্জ জেতেন আল-আমুর।
সেই টুর্নামেন্টে ১২টি দেশ থেকে ২৫০ জন অ্যাথলেট অংশ নিয়েছিলেন। প্রথম আসরেই পদক এনে আলোচনায় আসেন এই প্রতিশ্রুতিশীল অ্যাথলেট।
ফিলিস্তিনি সংবাদ সংস্থা ‘ওয়াফা’ জানিয়েছে, যুব বিভাগের ওই দৌড়ে তৃতীয় হয়ে দেশের জন্য সম্মান বয়ে আনেন আল-আমুর। কিন্তু গাজার চলমান যুদ্ধ তার স্বপ্ন থামিয়ে দিল।
ইসরাইলের হামলায় ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় ৬৩ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
অবরুদ্ধ এ অঞ্চলে খাদ্য সংকট তীব্র আকার ধারণ করেছে। জাতিসংঘের সংস্থাগুলো বলছে, গাজা এখন কার্যত বসবাসের অনুপযুক্ত হয়ে পড়েছে।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0