মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

মঙ্গলবার (৫ আগস্ট) এ তথ্য জানিয়েছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)।

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: ইরানে ৫.৭৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (৫ আগস্ট) এ তথ্য জানিয়েছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)।

জিএফজেড জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলে তীব্র কম্পন অনুভূত হয়। ভূমিকম্পটি ছিল ১০ কিলোমিটার (৬.২১ মাইল) গভীরতায়।

এ ব্যাপারে খোঁজ রাখছে বিশ্বের বিভিন্ন ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা। তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সম্প্রতি রাশিয়ার সুদূর পূর্ব কামচাটকা উপদ্বীপে ৮.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। পরে তা সংশোধন করে ৮.৮ মাত্রা রেকর্ড করা হয়। যার ফলে ৪ মিটার (১৩ ফুট) পর্যন্ত সুনামি সৃষ্টি হয়। রাশিয়ার উপকূল ছাড়াও জাপানে শক্তিশালী সুনামি আঘাত করে। তবে দ্রুত পূর্বপ্রস্তুতি সম্পন্ন হওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো যায়।

সুত্রঃ রয়টার্স

বাংলাফ্লো/এফএ

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0