বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ বা বিঘ্নিত হওয়ার খবর সঠিক নয়। বুধবার (১৬ জুলাই) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ বিষয় জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ‘গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ কিংবা বিঘ্নিত কোনোটাই করা হয়নি। বরং সরকারের অবস্থান সব সময়ই ইন্টারনেট শাটডাউন না করার পক্ষে।’
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘মোবাইল কিংবা ব্রডব্যান্ড—দেশের যেকোনো স্থানে ইন্টারনেট সেবা যেন নিরবচ্ছিন্ন থাকে, তা নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) থেকে গোপালগঞ্জ বা দেশের অন্য কোথাও মোবাইল ইন্টারনেট বন্ধ করার কোনও নির্দেশনাও দেওয়া হয়নি।’
সরকারি বিবৃতিতে দাবি করা হয়, ইন্টারনেট বন্ধের গুজব ছড়ানো হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে। এতে বলা হয়, ‘দুরভিসন্ধিমূলক উদ্দেশ্যে স্বৈরাচার এবং তাদের দোসররা এ ধরনের অপতথ্য ছড়াচ্ছে বলে মনে হচ্ছে।’
মন্ত্রণালয় সতর্ক করে দিয়ে আরও জানিয়েছে, ‘দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনজীবনে শৃঙ্খলা বজায় রাখতে মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন ছড়ানোর আগে ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকতে হবে।’
উল্লেখ্য, গোপালগঞ্জে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে যে ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে—এ দাবি পুরোপুরি ভিত্তিহীন বলেই সরকার পক্ষের দাবি।
বাংলাফ্লো/আফি
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0