মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

অদম্য মেসির টানা ৫ ম্যাচে জোড়া গোল, জয়রথ চলছেই মায়ামির

এমএলএসে এটি ছিল মেসির টানা পঞ্চম ম্যাচ, যেখানে করেছেন দুটি করে গোল। প্রতিযোগিতাটির ইতিহাসে টানা চার ম্যাচে একাধিক গোলের নজির নেই আর কোনো ফুটবলারের। ৩৮ বছর বয়সী এই বিশ্বকাপজয়ী এবার তা ছাড়িয়ে গেলেন।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: মেজর লিগ সকারে (এমএলএস) যেন গোলের নেশায় মেতে উঠেছেন লিওনেল মেসি। আজ বাংলাদেশ সময় সকালে ঘরের মাঠে ন্যাশভিলের বিপক্ষে ২-১ গোলের জয়ে ইন্টার মায়ামির একক নায়ক ছিলেন আর্জেন্টাইন মহাতারকা।

করেছেন জোড়া গোল, গড়েছেন নতুন রেকর্ডও।

এমএলএসে এটি ছিল মেসির টানা পঞ্চম ম্যাচ, যেখানে করেছেন দুটি করে গোল। প্রতিযোগিতাটির ইতিহাসে টানা চার ম্যাচে একাধিক গোলের নজির নেই আর কোনো ফুটবলারের। ৩৮ বছর বয়সী এই বিশ্বকাপজয়ী এবার তা ছাড়িয়ে গেলেন।

মেসির গোলযাত্রা শুরু হয়েছিল গত মে মাসে মন্ট্রিয়লের বিপক্ষে। এরপর কলম্বাস ক্রু, নিউ ইংল্যান্ড রেভ্যুলেশন এবং আবারও মন্ট্রিয়লের বিপক্ষে ম্যাচে দুবার করে বল জালে পাঠান তিনি। এবার সেই ধারাবাহিকতায় ন্যাশভিলেকে করলেন শিকার।

ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় ইন্টার মায়ামি। অষ্টম মিনিটে গোলের সুযোগ পেয়েছিলেন লুইস সুয়ারেস, তবে তার চিপ মারে বল অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে যায়।

১৭তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে নেওয়া ফ্রি-কিকে দলকে এগিয়ে দেন মেসি। এটি তার ক্যারিয়ারের ৬৯তম ফ্রি কিক গোল। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে, ৪৯তম মিনিটে হ্যারি মুখটারের হেডে সমতায় ফেরে ন্যাশভিল।

৬২তম মিনিটে আবারও মেসি। এবার গোলটি আসে কিছুটা ভাগ্যজনকভাবে। প্রতিপক্ষ গোলরক্ষকের ভুল পাস পেয়ে বক্সের ভেতর অনায়াসেই বল জালে পাঠান আর্জেন্টাইন জাদুকর। শেষ পর্যন্ত এই গোলটিই হয় ম্যাচজয়ী।

এই জয়ে এমএলএসে এখন ১৬ ম্যাচে ১৬ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে আছেন মেসি। তার সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন ন্যাশভিলের স্যাম সারিজ। মেসির অ্যাসিস্ট সংখ্যা ৭।

পরিসংখ্যানেও মায়ামি ছিল এগিয়ে। তারা গোলের উদ্দেশে ৯টি শট নিয়ে ৫টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। ন্যাশভিলের ৮ শটের মধ্যে লক্ষ্যে ছিল মাত্র ২টি।

এই হারে সব প্রতিযোগিতা মিলিয়ে ন্যাশভিলের টানা ১৫ ম্যাচের অপরাজেয় যাত্রা থেমে গেল।

এ ম্যাচ শেষে ১৯ ম্যাচে ১১ জয় ও ৫ ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের পঞ্চম স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার চেয়ে তারা পিছিয়ে ৫ পয়েন্টে, তবে মায়ামি খেলেছে তিনটি ম্যাচ কম।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0