বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

সড়ক দুর্ঘটনায় ভারতীয় ক্রিকেটারের মৃত্যু

হুসেনের মাথায় গুরুতর চোট লেগেছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ভারতের জম্মু-কাশ্মীরের ক্রিকেটার ফারিদ হুসেনের। আহত অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তবে গতকাল শনিবার তার মৃত্যু হয়। কাশ্মীরের অন্যতম প্রতিভাবান ক্রিকেটার হিসেবে পরিচিত ছিলেন হুসেন।

পুঞ্জের এই ক্রিকেটার গত ২০ আগস্ট স্কুটার নিয়ে যাচ্ছিলেন। রাস্তার পাশে একটি গাড়ি রাখা ছিল। হুসেন স্কুটার নিয়ে গাড়িটার পাশ দিয়ে যাওয়ার সময়, গাড়ির ভেতরে থাকা ব্যক্তি হঠাৎ দরজা খুলে দেন। ফলে গাড়ির দরজার সঙ্গে ধাক্কা লাগে হুসেনের স্কুটারের।

ওই ধাক্কায় ছিটকে পড়ে যান হুসেন। স্থানীয় লোকজন তখন সঙ্গে সঙ্গে আহত হুসেনকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু বাঁচানো যায়নি। হাসপাতালে মৃত্যু হয়েছে তার।

হুসেনের মাথায় গুরুতর চোট লেগেছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা। দুর্ঘটনাটি ধরা পড়েছে রাস্তার সিসিটিভি ক্যামেরায়। ভিডিওটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেই সূত্র ধরে তদন্ত শুরু করেছে জম্মু-কাশ্মীর পুলিশ।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0