বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

এশিয়ার কোনো টুর্নামেন্ট খেলবে না ভারত, এশিয়া কাপ শঙ্কায়

পাকিস্তানের কেউ দায়িত্বে থাকবে এমন টুর্নামেন্ট খেলতে তাদের আঁতে লাগবে।

এশিয়া কাপ

স্পোর্টস ডেস্ক

ঢাকা: ভারত-পাকিস্তান সংঘাত চলার সময় থেকেই গুঞ্জন—পাকিস্তানের বিপক্ষে আর কখনও ক্রিকেট খেলবে না ভারত। সত্যি হতে চলছে সেটিই। মেয়েদের ইমার্জিং এশিয়া কাপ থেকে নাম কেটে নিয়েছে ভারত। পাকিস্তান আছে বলে ছেলেদের এশিয়া কাপও খেলবে না। রোহিত-কোহলিদের ক্রিকেট বোর্ডের সমস্যা মূলত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান নিয়ে।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ভারত মূলত এশিয়ার কোনো টুর্নামেন্টেই খেলতে চায় না। তা হোক ছেলে কিংবা মেয়ে। কারণ হিসেবে তারা বলছে মহসিন নকভীর কথা। এসিসির প্রধান হিসেবে আছেন নকভী। তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও প্রধান। ভারত এটি মানতে পারছে না। পাকিস্তানের কেউ দায়িত্বে থাকবে এমন টুর্নামেন্ট খেলতে তাদের আঁতে লাগবে।

ঠিক সেই কারণেই এশিয়ার কোনো ক্রিকেট টুর্নামেন্ট খেলতে চায় না ভারত। বিসিসিআই সূত্রের বরাতে ইন্ডিয়ান এক্সপ্রেস বলেছে, পাকিস্তান ক্রিকেটকে এশিয়ার থেকে আলাদা করতে চায় ভারত। সেই কারণে তারা থাকবে এমন টুর্নামেন্ট বয়কট করছে। আগামী মাসে ইমার্জিং এশিয়া কাপেও তারা দল পাঠাবে না। এমনকি সেপ্টেম্বরে ভারত এশিয়া কাপও আয়োজন করতে চায় না।

বোর্ডের সূত্র গণমাধ্যমটিকে বলেছেন, ‘ভারতের দল এমন কোনো টুর্নামেন্টে খেলতে চায় না, যেখানে পাকিস্তানের কোনো মন্ত্রী (এসিসি চেয়ারম্যান নকভী) দায়িত্বে থাকবে। এটা আমাদের দেশের ভাবমূর্তি। নিজেদের সরিয়ে নেওয়ার বিষয়টি মৌখিকভাবে এসিসিকে জানিয়েছি। তাদের অবহিত করেছি যে আমরা নারী ইমার্জিং এশিয়া কাপ খেলছি না এবং ভবিষতের টুর্নামেন্টও স্থগিত করছি। আমরা ভারত সরকারের কথা মতোই চলছি।’

ভারত তথা দেশটির সরকারের এমন অবস্থানের কারণে শঙ্কার মুখে পড়েছে সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া এশিয়া কাপ। এশিয়ার শ্রেষ্ঠত্বের আসরটি আয়োজনের কথা ছিল ভারতের। ওই টুর্নামেন্টে খেলার কথা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলংকার। ভারতের বেঁকে বসায় সেই টুর্নামেন্ট নিয়েই এখন শঙ্কা।

বাংলাফ্লো/এসও

Leave a Comment

Comments 0