বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

ঐতিহাসিক জয়ে রেকর্ড গড়ল ভারত

ইংল্যান্ডকে মাত্র ৬ রানে হারিয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-২ ব্যবধানে ড্র করে ভারত।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: ইংল্যান্ডের বিপক্ষে লন্ডন টেস্টে ঐতিহাসিক জয়ে রেকর্ড গড়ল ভারত। সিরিজ হারের শঙ্কায় পড়ে যাওয়া ভারত মোহাম্মদ সিরাজের দুর্দান্ত বোলিংয়ে ঐতিহাসিক এক জয় পেয়েছে।

ইংল্যান্ডকে মাত্র ৬ রানে হারিয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-২ ব্যবধানে ড্র করে ভারত। ৬ রানের এই জয়; টেস্টে রানের দিক থেকে ভারতের সবচেয়ে ছোট জয়।

এর আগে ২০০৪ সালে ওয়াংখেড় স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৩ রানে জয় পেয়েছিল ভারত। রানের দিক থেকে এতদিন সেটিাই ছিল টেস্টে ভারতের সবচেয়ে কম রানে জয়।

কিন্তু আজ লন্ডনের কিংস্টন ওভালে ৬ রানের ঐতিহাসিক জয়ে অস্ট্রেলিয়ার সেই জয়কে ছাপিয়ে গেল ভারত।

লন্ডনের কিংস্টন ওভালে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের শেষ খেলায় টস হেরে প্রথম ইনিংসে ২২৪ রানে অলআউট হয় ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেন করুন নায়ার। ইংল্যান্ডের হয়ে ৫ উইকেট নেন গাস অ্যাটকিনসন। ৩ উইকেট নেন জশ টঙ্গুই।

জবাবে ব্যাট করতে নেমে ২৩ রানের লিড নিয়ে ২৪৭ রানে অলআউট হয় ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৬৪ রান করেন জ্যাক ক্রলি। ৫৩ রান করেন হ্যারি ব্রুক। ৪৩ রান করেন বেন ডাকেট। ভারতের হয়ে ৪টি করে উইকেট নেন মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা।

২৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ওপেনার জশস্বী জয়সওয়ালের সেঞ্চুরি (১১৮), আকাশ দীপ (৬৬), রবিন্দ্র জাদেজা (৫৩) আর ওয়াশিংটন সুন্দরে (৫৩) ফিফটিতে ভর করে ৩৯৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ভারত। ইংল্যান্ডের হয়ে ৫ উইকেট নেন জশ টাঙ্গুই। ৩ উইকেট নেন গাস অ্যাটকিনসন।

৩৭৪ রানের লক্ষ্য তাড়া করে জয় পেতে হলে ইতিহাস গড়তে হতো ইংল্যান্ডকে। কারণ ওভালে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ সফল রান তাড়া করে জয়ের রেকর্ড হলো ২৬৩। ইংল্যান্ড এই কীর্তি গড়েছিল ১২৩ বছর আগে, ১৯০২ সালে। সেই ম্যাচে তারা জিতেছিল ১ উইকেটে। তার মানে ওভাল টেস্টে জিততে হলে ইতিহাস গড়তে হবে ইংল্যান্ডকে।

হ্যারি ব্রুক (১১১) আর জো রুটের (১০৪) সেঞ্চুরিতে জয়ের পথেই ছিল ইংল্যান্ড। দলীয় ৩৩৭ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে জো রুট আউট হওয়ার পর শেষ চার ব্যাটস্যান ৩০ রানের ব্যবধানে আউট হওয়ায় তীরে গিয়ে তরী ডুবে ইংল্যান্ডে।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0