জেলা প্রতিনিধি
মাদারীপুর: মাদারীপুরে সনাতন ধর্মাবলম্বীদের রাধা কৃষ্ণ ও গণেশ পাগল মন্দিরের ৪টি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোর ৩টার দিকে জেলার সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের পর্বতবাগান দিঘীরপাড়ে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে সদর থানার পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পর্বতবাগান দিঘীরপাড় এলাকায় পাশাপাশি ৬টি মন্দির রয়েছে। সেখানে নিয়মিত পূজা অর্চনার মাধ্যমে ধর্মীয় রীতিনীতি পালন করে থাকেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা। বৃহস্পতিবার ভোর ৩টার দিকে মন্দিরগুলোর মধ্যে গণেশ পাগল মন্দিরের তিনটি গণেশ পাগলের মূর্তি ও রাধা কৃষ্ণ মন্দিরের কৃষ্ণের মূর্তি ভাঙচুর করে দুর্বৃত্তরা। এসময় আওয়াজ শুনতে পান স্থানীয়রা। পরে কয়েকজন ঘর থেকে বের হলে টের পেয়ে ভাংচুরকারীরা পালিয়ে যায়। পরবর্তীতে ৯৯৯-এ কল দিলে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে মাদারীপুর সদর থানার পুলিশ।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন বলেন, ঘটনা শোনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাফ্লো/এনআর
Comments 0