স্পোর্টস ডেস্ক
ঢাকা: সাবেক পাকিস্তানি ক্রিকেটার বাসিত আলি আশা প্রকাশ করেছেন যে, আসন্ন এশিয়া কাপে ভারত পাকিস্তানের সঙ্গে ম্যাচ না খেলুক, ঠিক যেমনটি তারা সাম্প্রতিক ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস-এ করেছিল। তিনি মনে করছেন, ভারত পাকিস্তানের বিপক্ষে খেললে বড় লজ্জার শিকার হতে পারে, ঠিক যেমনটা পাকিস্তান সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওডিআইয়ে হয়েছে।
তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২৯৫ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে মোহাম্মদ রিজওয়ানের দল মাত্র ৯২ রানে অলআউট হয়। সিরিজের প্রথম ম্যাচে পাঁচ উইকেটে জয় তুলে পাকিস্তান ১-০ এগিয়েছিল, কিন্তু পরের দুই ম্যাচে হেরে পাকিস্তান ৩৪ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হারল।
বাসিত আলি তার ‘দ্য গেম প্ল্যান’ ইউটিউব চ্যানেলে বলেন, ‘আমি দোয়া করি ভারত পাকিস্তানের সঙ্গে না খেলুক, যেমনটা তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে করেছিল। এত বড় ধাক্কা দেবে যে আপনার কল্পনাতেও আসবে না।’
তিনি আরো যোগ করেন, ‘আফগানিস্তানের কাছে হেরে গেলে দেশে খুব বেশি মানুষ কেয়ার করবে না। কিন্তু ভারতের কাছে হেরে গেলে সবাই পাগল হয়ে যায়।
তবে এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে, যেখানে পাকিস্তানের সাম্প্রতিক পারফরম্যান্স কিছুটা হলেও ভালো। সালমান আঘার নেতৃত্বাধীন পাকিস্তান দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0