বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

গত ৮ বছরে এমন নৃশংসতা দেখিনি: মারিয়া নুর

আওয়ামী ফ্যাসিস্ট, ছাত্রলীগ, যুবলীগের কর্মীরা হামলা করেছিলো। কিন্তু বর্তমানে ফ্যাসিস্টমুক্ত দেশে প্রশাসনের এই সময়ে এসেও এ ধরনের হামলা হবে আমারা এটা কল্পনাও করিনি।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের স্ত্রী মারিয়া নুর বলেছেন, গত ৮ বছরের ফ্যাসিস্ট আমলেও নুরের ওপর এতটা নৃশংস ও ন্যক্কারজনক হামলা হয়নি।

রোববার (৩১ আগস্ট) দুপুর ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) স্বামীকে দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি দেশবাসীর কাছে নুরের জন্য দোয়া প্রার্থনা করেন।

মারিয়া নুর বলেন, ডাকসু নির্বাচনে তার ওপরে অবশ্যই হামলা হয়েছে, সেটাও কম না। আওয়ামী ফ্যাসিস্ট, ছাত্রলীগ, যুবলীগের কর্মীরা হামলা করেছিলো। কিন্তু বর্তমানে ফ্যাসিস্টমুক্ত দেশে প্রশাসনের এই সময়ে এসেও এ ধরনের হামলা হবে আমারা এটা কল্পনাও করিনি।

তিনি জানান, ঘটনার দিন (২৯ আগস্ট) তিনি টিভিতে লাইভ দেখছিলেন। কখনো কল্পনাও করতে পারিনি, স্তব্ধ হয়ে গেছি, বর্ণনা করার মত ভাষা খুঁজে পাচ্ছি না।

নুরের শারীরিক অবস্থার বিষয়ে মারিয়া নুর বলেন, তার স্বাস্থ্যের খবর নিতে আজকে হাসপাতালে এসেছি। আমাকে আবার মিডিয়ার সামনে আসতে হবে, এটা চাইনি। নুরের শারীরিক অবস্থা নিয়ে আমরা ৩৬ ঘণ্টা অবজারভেশন করবো। তারপর একটা সিদ্ধান্ত জানাবো। শারীরিকভাবে অনেকটা আঘাত করা হয়েছে তার ওপর। ব্রেন, নাক, চোয়ালে আঘাতগুলো পেয়েছেন তিনি। মেরুদণ্ডসহ বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছেন।

তিনি আরও জানান, চিকিৎসকদের মতে ৩৬ ঘণ্টা পর নুরের অবস্থা সম্পর্কে নিশ্চিতভাবে বলা যাবে। জ্ঞান ফিরেছে তবে তার শারীরিক অবস্থা এখনো ভালো না। এর মানে নুর এখনো শঙ্কামুক্ত নয়।

এ ছাড়া উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার ব্যবস্থার দাবি জানিয়েছেন মারিয়া নুর।

বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0