বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

মুক্তিযুদ্ধ করেছি, মব জাস্টিস আমার ওপর চলতে পারে কিনা জিজ্ঞাসা করতে চাই

সোমবার (২৫ আগস্ট) হাইকোর্টের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি,

ঢাকা: মুক্তিযুদ্ধের বিষয়ে আপস করব না জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ৫ আগস্ট কালো শক্তি ঘটিয়েছে এমন বক্তব্য আমি দিইনি। যদি থাকে তাহলে আপনারা প্রমাণ দেখান।

সোমবার (২৫ আগস্ট) হাইকোর্টের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ফজলুর রহমান বলেন, আমাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ থেকে জানতে পারি- আমার কিছু বক্তব্যের বিষয়ে দল জানতে চেয়েছে কেন এসব কথা বলেছি। সে উত্তর আমি নির্দিষ্ট সময়ে দলকে দেব। দল আমার বিষয়ে যে সিদ্ধান্ত নেবে আমি সেটা মেনে নেব।

তিনি বলেন, সকালে উঠে দেখি আমার বাসার নিচে সাত-আটজন মিলে আমার বিরুদ্ধে নানা স্লোগান দিচ্ছে। আমি দেশকে স্বাধীন করতে যুদ্ধ করেছি। সেখানে মব জাস্টিস আমার ওপর চলতে পারে কিনা দেশের মানুষের কাছে সে কথা জিজ্ঞাসা করতে চাই।

তিনি আরও বলেন, আমার এ দেশে নিশ্চিন্তে বাঁচার অধিকার রয়েছে। এটা আমার মৌলিক অধিকার। আমি দেখছি এই অধিকারের ওপর বাধা পড়ছে। আমি মৃত্যু ভয় পাই না, কিন্তু অপমৃত্যু আমার প্রাপ্য না।

ফজলুর রহমান বলেন, আমি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ। এ বিষয়ে আমি কোনো আপস করব না। ৫ আগস্ট কালো শক্তি ঘটিয়েছে আমি এমন বক্তব্য দিইনি। যদি থাকে তাহলে আপনারা প্রমাণ দেখান।

বাংলাফ্লো/এনআর

Leave a Comment

Comments 0