Logo

বাবরকে নিয়ে নাসিরউদ্দীন পাটোয়ারীর কটূক্তির প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দীন পাটোয়ারীর ‘কটূক্তির’ প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ছবিঃ সংগৃহীত

বাবরকে নিয়ে নাসিরউদ্দীন পাটোয়ারীর কটূক্তির প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন

বাংলাফ্লো জেলা প্রতিনিধি

নেত্রকোনা: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দীন পাটোয়ারীর ‘কটূক্তির’ প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে জেলা শহরের বড় বাজার মোড়ে সচেতন আলেম ও ছাত্র-জনতার ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

খেলাফত আন্দোলনের সহকারী কেন্দ্রীয় মহাসচিব গাজি আব্দুর রহিমের সভাপতিত্বে এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম মনিরুজ্জামান দুদু, পৌর বিএনপির সভাপতি রাজু আহমেদ, জেলা যুবদলের সাবেক সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি, যুবদল নেতা রফিকুল ইসলাম ও হেফাজতে ইসলামের সদস্যসচিব মাজাহারুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয় ও ছাত্র সংগঠনের নেতারা।

বক্তারা অভিযোগ করেন, গত ২৭ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত এনসিপির পদযাত্রা সমাবেশে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরকে উদ্দেশ্য করে কটূক্তি ও বিরূপ মন্তব্য করেন নাসিরউদ্দীন পাটোয়ারী। বক্তারা দাবি করেন, তিনি পূর্বে নিষ্পত্তি হওয়া একটি মামলার প্রসঙ্গ টেনে আদালতের প্রতি অবমাননা প্রদর্শন করেছেন, যা আইনি শিষ্টাচার ও ন্যায়বিচারের পরিপন্থী।

বক্তারা আরও বলেন, লুৎফুজ্জামান বাবর এ অঞ্চলের জনমানুষের প্রিয় নেতা। তিনি ফ্যাসিবাদী দমন-পীড়নের বিরুদ্ধে যেভাবে লড়েছেন, তা রাজনৈতিক ইতিহাসে বিরল। তাঁকে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

তারা আরও বলেন, বিগত ১৭ পর বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ লুৎফুজ্জামান বাবরকে নির্যাতন করে যে রক্ত ঝরিয়েছেন সে রক্ত এনসিবির নেতাকর্মীদের শরীরেও নেই। তাই বিএনপি নেতাকর্মীদের নিয়ে বক্তব্য দেয়ার আগে ভেবে চিন্তে বক্তব্য দেয়ার আহ্বান জানান বিক্ষুব্ধরা।

মানববন্ধন থেকে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে নাসিরউদ্দীন পাটোয়ারীকে তাঁর ‘কটূক্তিমূলক’ বক্তব্য প্রত্যাহার করে জনতার কাছে ক্ষমা চাইতে হবে। অন্যথায় নেতাকর্মী ও সাধারণ মানুষ দফায় দফায় কর্মসূচি দিয়ে কঠোর প্রতিবাদ জানাবে।

উল্লেখ্য, নেত্রকোনায় জুলাই পদযাত্রা সমাবেশে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে নিয়ে বিরূপ মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দীন পাটোয়ারী বলেন, যদি ১০ ট্রাক অ'স্ত্র হ্যান্ডলই করতে না পারেন, নিয়ে আসছিলেন কেন?


বাংলাফ্লো/সিএস

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0