জেলা প্রতিনিধি,
চট্টগ্রাম: চট্টগ্রামের রাউজানে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে একাধিক মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং একটি জিপগাড়িতে ভাঙচুর চালানো হয়।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল ৪টার দিকে রাউজান পৌরসভার সত্তারঘাট এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরী ও উত্তর জেলা সভাপতি গোলাম আকবর খোন্দকারের অনুসারীদের মধ্যে এই উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাবেক উপজেলা সভাপতি মহিউদ্দিন আহমেদের কবর জিয়ারত করতে নেতাকর্মীদের নিয়ে সত্তারঘাটে যান গোলাম আকবর খোন্দকার। এ সময় গিয়াস কাদের চৌধুরীর অনুসারীরা একটি মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে একই পথে গেলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষ চলাকালে ইটপাটকেল ছোড়া হয়, লাঠিসোটা নিয়ে একে অপরের ওপর হামলা চালানো হয়। এ সময় আকবর খোন্দকারের গাড়িতে ভাঙচুর চালানো হয় এবং অন্তত দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
বিএনপি নেতা গোলাম আকবর খোন্দকার সাংবাদিকদের বলেন, আমি তথ্য পেয়েছি, গিয়াস কাদেরের নির্দেশে তারা সত্তারঘাট থেকে মুন্সির ঘাটা পর্যন্ত মিছিল করবে। আমি বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে তারা বলেন, কোনো সমস্যা হবে না। আমরা যখন সত্তারঘাট ব্রিজ অতিক্রম করি, তখন দেখি ৫০-৬০ জন লোক ইটপাটকেল ছুড়ছে, লাঠিসোটা নিয়ে এগিয়ে আসছে। আমার গাড়িতে পাথর ছোড়ায় গ্লাস ভেঙে যায়, তখন আমি গাড়ি থেকে নেমে পড়ি।
তবে এ বিষয়ে গিয়াস কাদের চৌধুরীর বক্তব্য পাওয়া যায়নি।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বলেন, রাউজানে বিএনপির দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। সেখানে একটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
বাংলাফ্লো/এনআর
Comments 0