বাংলাফ্লো প্রতিনিধি ঢাকা: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
রোববার (৩১ আগস্ট) বিকেল পৌনে ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ডেইরি গেটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেওয়া শিক্ষার্থীরা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা প্রশাসনের নীরব ভূমিকার তীব্র নিন্দা জানিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেন।
ইংরেজি বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী মাজহারুল ইসলাম বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর যেভাবে নৃশংস হামলা চালানো হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাই।
মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, শিক্ষাঙ্গনে এ ধরনের হামলা অশান্তির জন্ম দেয়। বিশ্ববিদ্যালয় হলো মুক্তবুদ্ধির চর্চার জায়গা, এখানে কোনো ধরনের সহিংসতা আমরা মেনে নেব না। প্রশাসনের নিশ্চুপ ভূমিকা দুঃখজনক।
তুলনামূলক সাহিত্য ইনস্টিটিউটের শিক্ষার্থী আব্দুর রশিদ জিতু বলেন, শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা আমাদের গভীরভাবে নাড়া দিয়েছে। প্রশাসন যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তবে দেশের প্রতিটি ক্যাম্পাসেই শিক্ষার্থীদের মধ্যে অনিরাপত্তার অনুভূতি ছড়িয়ে পড়বে।
বাংলাফ্লো/এফএ
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0