স্পোর্টস ডেস্ক
ঢাকা: বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে টিকিট বিক্রির বিষয়ে নীতিমালা বদলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুরুতে জানানো হয়েছিল, অনলাইনে বিক্রির পর যেসব টিকিট অবিক্রিত থাকবে, সেগুলো ম্যাচের দিন স্টেডিয়ামের টিকিট কাউন্টারে পাওয়া যাবে। তবে, শনিবার (১৯ জুলাই) নতুন এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ম্যাচের দিন অবিক্রিত টিকিটও শুধু অনলাইনেই পাওয়া যাবে। নিরাপত্তা ও ভিড় এড়াতে সরাসরি টিকিট বিক্রির সিদ্ধান্ত থেকে সরে এসেছে বোর্ড।
এদিন প্রকাশিত বিজ্ঞপ্তিতে দর্শকদের জন্য বেশকিছু কড়াকড়ি নির্দেশনাও দিয়েছে বিসিবি। মোবাইল ফোন ও মানিব্যাগ ছাড়া অন্য কোনো ব্যক্তিগত সামগ্রী নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা যাবে না। নারীদের জন্যও হ্যান্ডব্যাগ বহন নিষিদ্ধ করা হয়েছে। স্টেডিয়ামের কোথাও অতিরিক্ত সামগ্রী সংরক্ষণের কোনো ব্যবস্থা থাকবে না। পাশাপাশি গেট ও গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে দর্শকদের।
গত ১৩ জুলাই বিসিবি সিরিজের টিকিট মূল্য প্রকাশ করে। সর্বনিম্ন ৩০০ টাকা দামের টিকিটে ইস্টার্ন গ্যালারিতে খেলা দেখা যাবে। শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও নর্দার্ন গ্যালারির টিকিটের মূল্য ৪০০ টাকা। ক্লাব হাউজের টিকিট বিক্রি হচ্ছে ৮০০ টাকায়। দেড় হাজার টাকা মূল্যে মিলছে ইন্টারন্যাশনাল গ্যালারির টিকিট। গ্র্যান্ড স্ট্যান্ডের জন্য খরচ পড়বে আড়াই হাজার টাকা এবং সর্বোচ্চ সাড়ে তিন হাজার টাকা মূল্যে মিলছে ইন্টারন্যাশনাল লাউঞ্জের টিকিট।
সিরিজের সব টিকিট পাওয়া যাচ্ছে বিসিবির নির্ধারিত ওয়েবসাইট www.gobcbticket.com.bd তে। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২০, ২২ ও ২৪ জুলাই, মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0