বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে সামাজিক ব্যবসায় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাংসান। বুধবার (১৩ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে এই ডিগ্রি প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন প্রতিষ্ঠানটির চ্যান্সেলর তুয়াঙ্কু মুহরিজ ইবনে আলমারহুম তুয়ানকু মুনাওইর।
সমাবর্তন অনুষ্ঠানে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়ায় আসতে পারা তার জন্য সম্মানের বিষয় এবং দীর্ঘদিন এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকতে পারায় তিনি গর্বিত। তিনি বলেন, এই সম্মানসূচক ডক্টরেট প্রাওয়া অনেক বড় সৌভাগ্যের। আমি এটা শুধু নিজের জন্য নয়, বরং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে গ্রহণ করছি; যাদের সাহস, শক্তি ও আশা আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন, এই স্বীকৃতি আমাদের তরুণদের স্বপ্ন পূরণে কাজ করার আমার দায়িত্বের কথা মনে করিয়ে দেয়। গত বছর তাদের অনেকেই বাংলাদেশে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে রুখে দাঁড়িয়েছিলেন। শত শত ছাত্র ও তরুণ একটি উন্নত ভবিষ্যতের জন্য তাদের জীবন উৎসর্গ করেছে– এমন একটি ভবিষ্যত যেখানে প্রত্যেকে ভয়ভীতি, বৈষম্য এবং অবিচার থেকে মুক্ত মর্যাদার সঙ্গে বসবাস করতে পারে।
ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, আজ আপনারা আমাকে যে পুরস্কার দিচ্ছেন তা ব্যক্তিগত সম্মানের চেয়েও বেশি কিছু। আমি একে বাংলাদেশের জনগণের, বিশেষ করে লাখ লাখ নারী ও তরুণ উদ্যোক্তার শক্তি, সাহস ও দৃঢ়তার স্বীকৃতি হিসেবে দেখছি।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রফেসর ইউনূসের সামাজিক ব্যবসা প্রসারে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়েছে। আজ সকালে প্রফেসর ইউনূস অনুষ্ঠানস্থলে পৌঁছালে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর তাকে স্বাগত জানান।
এ সময় লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় শান্তিতে নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসকে। অনুষ্ঠানে মালয়েশিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, নীতি-নির্ধারক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং বাংলাদেশ থেকে আগত প্রধান উপদেষ্টার সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0