জেলা প্রতিনিধি,
সিলেট: দেশের অন্যতম পর্যটন কেন্দ্র জাফলংওয়ে পিয়াইন নদী থেকে অবৈধভাবে বালু-পাথর লুটপাট বন্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এর আগে সাদাপাথরকান্ডে অভিযান পরিচালনা করে সিলেট জেলা প্রশাসন।
বুধবার (১৩ আগস্ট) দুপুর থেকে বিকেল পর্যন্ত সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার পলি রানি দেবের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত চলা এ অভিযানে বিজিবি, আনসার ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন। এসময় জাফলংয়ের পিয়াইন নদী ও আশপাশের এলাকায় অবস্থানরত প্রায় ১০০টি নৌকা আটক করে তা ভেঙ্গে দেওয়া হয়।
এ তথ্য নিশ্চিত করে সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার পলি রানি দেব সংবাদমাধ্যমকে বলেন, জাফলংয়ে অবৈধভাবে পাথর উত্তোলন ও পরিবহনে যুক্ত প্রায় ১০০টি নৌকা আটক করে তা ভেঙ্গে ফেলা হয়।
অবৈধ বালু পাথর উত্তোলন রোধে সিলেট জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানায়।
বাংলাফ্লো/এনআর
Comments 0