স্পোর্টস ডেস্ক
ঢাকা: লিওনেল মেসির ৩৮তম জন্মদিনে আবেগে ভেসেছেন তার দেহরক্ষী ইয়াসিন চুকো। ‘আমার দেখা সবচেয়ে মহান মানুষ’—এমন ভালোবাসায় ভরা একটি বার্তা দিয়েছেন তিনি মেসিকে।
মেসি বর্তমানে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপে ইন্টার মায়ামির হয়ে খেলছেন। তার নেতৃত্বেই ইতিহাস গড়ে প্রথমবারের মতো এই প্রতিযোগিতার শেষ ষোলোয় পৌঁছেছে কোনো এমএলএস ক্লাব। গ্রুপ পর্বে পোর্তোর বিপক্ষে তার করা দুর্দান্ত ফ্রি-কিক গোল এখনো আলোচনায়।
জন্মদিন উপলক্ষে মেসি কিছুটা স্বস্তির সময় কাটিয়েছেন স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও তিন ছেলেকে নিয়ে। সারাবিশ্ব থেকে যেমন শুভেচ্ছার বন্যা এসেছে, ইন্টার মায়ামির মালিক ডেভিড বেকহ্যামও আলাদা করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তবে সবচেয়ে আবেগঘন বার্তাটি এসেছে তার নিরাপত্তারক্ষী ইয়াসিন চুকোর কাছ থেকে।
ইয়াসিন চুকো ইনস্টাগ্রামে লিখেছেন, 'শুভ জন্মদিন সেই মানুষটিকে, যিনি আমার জীবনটাই বদলে দিয়েছেন। তিনি সবচেয়ে মহান মানুষ, যাকে আমি জীবনে পেয়েছি। অসাধারণ একজন মানুষ, যার বিনয় আর হৃদয়ের বিশালতা অনন্য। স্রষ্টা তোমাকে আশীর্বাদ করুন এবং আরও ভালো রাখুন। '
চুকোর সঙ্গে মেসির পথচলা শুরু হয়েছিল পিএসজিতে থাকাকালীন। ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পরও মেসির পাশে থেকেছেন তিনি। মাঠে কেউ ঢুকে পড়লে তার পেছনে ছুটতে দেখা গেছে এই সাবেক সেনা সদস্যকে। যদিও বর্তমানে এমএলএস ম্যাচগুলোতে টাচলাইনে থাকার ওপর নিষেধাজ্ঞা রয়েছে তার।
আগামী রোববার ক্লাব বিশ্বকাপে আবার মাঠে নামবে মেসির ইন্টার মায়ামি, তাদের প্রতিপক্ষ ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজি।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0