বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

২০২৬ সালের এইচএসসি-আলিম পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে

২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা সংক্ষিপ্ত নয়, বরং পূর্ণাঙ্গ পাঠ্যসূচি ও পূর্ণ নম্বরের ভিত্তিতেই অনুষ্ঠিত হবে।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: ২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা সংক্ষিপ্ত নয়, বরং পূর্ণাঙ্গ পাঠ্যসূচি ও পূর্ণ নম্বরের ভিত্তিতেই অনুষ্ঠিত হবে। শনিবার (২৩ আগস্ট) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে চলতি বছরের আগস্টের দ্বিতীয় সপ্তাহে। এ শিক্ষার্থীরাই ২০২৬ সালের মে-জুন মাসে অনুষ্ঠেয় এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশ নেবে।

এনসিটিবির বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, পরীক্ষাগুলো পূর্ণ সময়ব্যাপী এবং প্রতিটি বিষয়ে পূর্ণ নম্বর অনুযায়ী গ্রহণ করা হবে। অর্থাৎ করোনাভাইরাস মহামারির সময় যে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়ার ধারা চালু হয়েছিল, তা থেকে সরে এসে ২০২৬ সালেই আবার পূর্ণ সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে।

এ বিষয়ে শিক্ষাবোর্ড ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অবগত করার পাশাপাশি প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য বিশেষ অনুরোধ জানিয়েছে এনসিটিবি।

বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0