স্পোর্টস ডেস্ক
ঢাকা: ব্রাজিলে নারী অনূর্ধ্ব-২০ ওয়াটার পোলো বিশ্বকাপের শুরুতেই ঘটল চরম আতঙ্কের ঘটনা। সালভাদরের পিতুবা এলাকার কমপ্লেক্সে চীন ও কানাডার মধ্যকার ম্যাচ চলাকালে প্রথম কোয়ার্টারেই বাইরে থেকে গুলির শব্দ শোনা যায়।
সঙ্গে সঙ্গে খেলোয়াড়রা পুল ছেড়ে উঠে নিরাপত্তার জন্য আশ্রয় নেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আতঙ্কিত খেলোয়াড়রা পানির বাইরে উঠে পুলের ধারে মাটিতে শুয়ে পড়েন এবং মাথা নিচু করে নিজেদের সুরক্ষিত করার চেষ্টা করেন। গুলিগুলো স্টেডিয়ামের একেবারে কাছের রাস্তায় চলছিল, যা ভেতর থেকেও দেখা যাচ্ছিল। কয়েক মিনিটের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে দর্শকদের জানানো হয় এবং খেলা আবার শুরু হয়।
স্থানীয় পুলিশ জানিয়েছে, ঘটনায় কেউ আহত হননি। তাদের অফিসিয়াল রিপোর্টে বলা হয়েছে, সন্দেহভাজন এক চোর পালানোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। ওই ব্যক্তির পরিচয় বা পরবর্তী অবস্থার বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।
খেলা থামার সময় চীন ৩-২ গোলে এগিয়ে ছিল। দ্রুত নিরাপত্তা নিশ্চিত করার পর ম্যাচ শেষ হয় ১২-৮ ব্যবধানে চীনের জয়ে। এটি ব্রাজিলের মাটিতে প্রথমবার আয়োজিত নারী অনূর্ধ্ব-২০ ওয়াটার পোলো বিশ্বকাপের উদ্বোধনী দিনের ম্যাচ ছিল।
এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে ১৬টি দেশ, যার মধ্যে রয়েছে আর্জেন্টিনাও। তারা প্রথম ম্যাচে মেক্সিকোকে ১৬-৭ ব্যবধানে হারালেও পরের ম্যাচে ব্রাজিলের কাছে ১৬-৯ গোলে হারে। মঙ্গলবার ক্রোয়েশিয়ার বিপক্ষে জিতলেই কোয়ার্টার ফাইনালে উঠবে দলটি।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0