স্পোর্টস ডেস্ক
ঢাকা: গ্রেনাডা টেস্টে জয়ের জন্য ইতিহাস গড়তেই হবে ওয়েস্ট ইন্ডিজকে। কারণ এই মাঠে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডটি এখনো বাংলাদেশের দখলে। ২০০৯ সালে এই মাঠেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২১৭ রান তাড়া করে জয় পেয়েছিল টাইগাররা। এবার সেই রেকর্ড ভেঙে জিততে হবে ক্যারিবীয়দের, প্রতিপক্ষ যখন শক্তিশালী অস্ট্রেলিয়া।
সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়া ৭ উইকেটে ২২১ রান তুলে ফেলেছে। বর্তমানে তাদের লিড ২৫৪ রান। হাতে রয়েছে আরও ৩ উইকেট। দিন শেষে উইকেটে রয়েছেন অ্যালেক্স ক্যারি ২৬ রানে অপরাজিত। এভাবে খেলতে থাকলে অস্ট্রেলিয়ার লিড ৩০০ ছাড়িয়ে যাওয়া সময়ের ব্যাপার মাত্র।
শুরুটা ভালো না হলেও চতুর্থ উইকেটে স্টিভ স্মিথ ও ক্যামেরন গ্রিনের ৯৩ রানের জুটি ম্যাচে অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে দেয়। ২৮ রানে ৩ উইকেট হারানোর পর এমন একটি জুটি ছিল সময়ের দাবি। স্মিথ খেলেছেন ৭১ রানের ধৈর্যশীল ইনিংস, যেখানে ছিল ৭টি চার ও একটি ছয়। এটি ছিল তার ৪৩তম টেস্ট ফিফটি। চা-বিরতির পর শতকের পথে ছিলেন, কিন্তু জাস্টিন গ্রেভসের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন সাজঘরে।
অন্যদিকে, তিন নম্বরে ব্যর্থতার পর এই টেস্টে ফিফটির দেখা পেয়েছেন ক্যামেরন গ্রিন। এটি তার সপ্তম টেস্ট ফিফটি। ৫২ রানের ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি। তাকে ফেরান শামার জোসেফ।
দিন শেষে উইকেটের অবস্থা ব্যাটিংয়ের জন্য কঠিন হয়ে উঠছে বলে জানান স্মিথ। তিনি বলেন, ‘উইকেট কঠিন। বাউন্সগুলো অসম। আমরা ভালো অবস্থানে আছি। এই উইকেটে ব্যাটিং মনে হয় না আর সহজ হবে। নতুন বলটা খুব গুরুত্বপূর্ণ হবে আমাদের জন্য। আশা করি, আমরা লিডটা ৩০০-র কাছাকাছি নিতে পারব।’
অর্থাৎ, ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচ জিততে হলে গড়তে হবে নতুন ইতিহাস। সেইসঙ্গে বাংলাদেশের ১৫ বছরের পুরোনো রেকর্ডও হারাতে হবে। কঠিন চ্যালেঞ্জের সামনে ক্যারিবীয়রা, তবে টেস্ট ক্রিকেটে অসম্ভব বলে কিছু নেই।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0