মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

ধানমন্ডি ৩২ থেকে আটক রিকশাচালক ইস্যুতে সরকারের ব্যাখ্যা তলব

রিকশাচালক মো. আজিজুর রহমানকে কোন ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে মামলায় গ্রেফতার করা হয়েছে— সে বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে ব্যাখ্যা তলব করেছে অন্তর্বর্তী সরকার।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর থেকে আটক রিকশাচালক মো. আজিজুর রহমানকে কোন ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে মামলায় গ্রেফতার করা হয়েছে— সে বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে ব্যাখ্যা তলব করেছে অন্তর্বর্তী সরকার। রোববার (১৭ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।

একইসঙ্গে, সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার সাম্প্রতিক কর্মকাণ্ড ও বক্তব্যে কোনো অসঙ্গতি রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

এছাড়া দায়ের হওয়া মামলায় আজিজুর রহমানের সম্পৃক্ততা যাচাইয়ে সম্প্রতি সংশোধিত ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ১৭৩(এ) ধারা অনুসারে অতিসত্ত্বর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0