স্পোর্টস ডেস্ক
ঢাকা: এক সিরিজে ভারতের হয়ে সবচেয়ে বেশি রানের রেকর্ড সুনীল গাভাস্কারের। এবার শুবমান গিলের সামনে সুযোগ এসেছিল সেই রেকর্ড ভাঙার। কিন্তু কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত আর পারেননি। তবে অধিনায়কের বাড়তি দায়িত্ব কাঁধে নিয়েও এক সিরিজে সাড়ে সাতশ রান করায় গিলের এই অর্জনকে নিজের রেকর্ডের চেয়ে বড় করে দেখছেন গাভাস্কার।
১৯৭১ সালে নিজের অভিষেক সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭৭৪ রান করেছিলেন গাভাস্কার। এবার চলমান ইংল্যান্ড সিরিজে গিল করেছেন ৭৫৪ রান। এমন পারফরম্যান্সের পর নিজের স্বাক্ষর করা একটি ক্যাপ ও একটি শার্ট গিলকে উপহার দিয়েছেন গাভাস্কার।
সনি স্পোর্টসের একটি অনুষ্ঠানে গিলকে নিয়ে গাভাস্কার বলেন, 'সে আমার রেকর্ড ছাড়িয়ে যাবে সেই প্রত্যাশায় ছিলাম, তার জন্য উপহারও রেখেছিলাম। সবই সৃষ্টিকর্তার হাতে। তবে, ৭৫৪ রান, এটাও অসাধারণ। পার্থক্য হচ্ছে, অধিনায়কত্বের বাড়তি দায়িত্ব নিয়ে ৭৫৪ রান করেছে সে।'
অধিনায়ক হিসেবে কোনো সিরিজে এমন ধারবাহিক ব্যাটিং করা গাভাস্কারের চোখে অসাধারণ, 'আমি তখন ছিলাম দলের তরুণ একজন, আমার ক্ষেত্রে তখন যেকোনো কিছু (রান করতে পারা না পারা) বড় কোনো বিষয় ছিল না। যদি আমি ব্যর্থও হতাম, কেউ এসে উচ্চস্বরে কিছু বলত না। অধিনায়ক হিসেবে ৭৫৪ রান করা বিশাল ব্যাপার।'
'৭৫০ এর চেয়ে বেশি রান, যা দিয়ে সে তার দলের ভাগ্যে পার্থক্য তৈরি করছে। (রেকর্ড থেকে কম করা) ওই ২০ রানের কথা না ভেবে, স্রেফ দেখুন এই ৭৫৪ রান ভারতীয় ক্রিকেটের জন্য কী অবদান রেখেছে।'-যোগ করেন তিনি।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0