বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিং মোদৌ নেজি।
সোমবার (২৫ আগস্ট) জেদ্দায় ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের সভার ফাঁকে উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন গাম্বিয়ার মন্ত্রী।
পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানায়।
মন্ত্রণালয় জানায়, তারা রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের বিরুদ্ধে আইসিজে মামলার বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করেন এবং সুবিধাজনক সময়ে ঢাকায় পরবর্তী পররাষ্ট্র দপ্তরের পরামর্শ সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেন।
গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানান, তিনি শিগগিরই রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পরিকল্পনা করছেন।
বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ছিলেন, অতিরিক্ত পররাষ্ট্র সচিব এম ফরহাদুল ইসলাম এবং ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম জে এইচ জাবেদ।
বাংলাফ্লো/এফএ
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0