স্পোর্টস ডেস্ক
ঢাকা: জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। সিফাতুর রহমান সৌরভ নামের এক তরুণ অভিযোগ করেছেন, তাসকিন তাকে ফোনে ডেকে মিরপুর এক নম্বরে ডেকে নিয়ে কিল-ঘুষি মারার পাশাপাশি প্রাণনাশের হুমকি দিয়েছেন।
পরে সৌরভ মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এই ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে গুরুত্বপূর্ণ তদন্ত শুরু করেছেন।
বিসিবির পরিচালক ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেন, ‘মিডিয়াতে নিউজটা সকালে দেখলাম। আমাদের আমিনুল ইসলাম বুলবুল (বিসিবি প্রেসিডেন্ট) এবং নাজমুল আবেদীন ফাহিম (বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম) ভাইও দেখেছেন। ’
তিনি আরও বলেন, ‘এটা নিয়ে অলরেডি তদন্ত শুরু হয়ে গেছে। এটা যদি ঘটে থাকে তাহলে সেটা খুব দুঃখজনক। আইকন প্লেয়ার এসবে জড়ানো উচিত না। আমি এই ব্যাপারে আর মন্তব্য করতে চাচ্ছি না। কি হয়েছে সেটা আগে বের হোক। ’
তাসকিন সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টি–টোয়েন্টি ম্যাচে জাতীয় দলের জার্সিতে খেলেছেন, যদিও তিনি সাম্প্রতিক সময়ে গোড়ালির ইনজুরিতে মাঠের বাইরে ছিলেন এবং বিশেষ চিকিৎসার জন্য ইংল্যান্ডেও গিয়েছিলেন।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0