বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: রাষ্ট্রীয় অর্থ অপব্যবহারের অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে (৭৬) বর্তমানে কারাগারের হাসপাতালে ভর্তি আছেন। শুক্রবার (২২ আগস্ট) দেশটির অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে।
সেদিন রাতেই কলম্বো ফোর্ট ম্যাজিস্ট্রেট আদালত তার আগামী ২৬ আগস্ট পর্যন্ত রিমান্ড মঞ্জুর করেন। পরে তাকে রাজধানীর ম্যাগাজিন রিমান্ড কারাগারে নেওয়া হয়। তবে রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ায় শনিবার তাকে কারাগারের হাসপাতালে ভর্তি করা হয় বলে নিশ্চিত করেছেন কারা বিভাগের মুখপাত্র জগৎ বীরাসিংহে।
অভিযোগ অনুযায়ী, প্রেসিডেন্ট থাকাকালে বিক্রমাসিংহে রাষ্ট্রীয় অর্থের অপব্যবহার করেছেন। তার বিরুদ্ধে সরকারি অর্থের প্রায় ১ কোটি ৬৬ লাখ শ্রীলঙ্কান রুপি অপচয়ের অভিযোগ আনা হয়েছে। মামলায় তাকে দণ্ডবিধির ৩৮৬ ও ৩৮৮ ধারা এবং সরকারি সম্পত্তি আইনের ৫(১) ধারায় অভিযুক্ত করা হয়েছে। এসব ধারায় দোষী প্রমাণিত হলে ন্যূনতম এক বছর থেকে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হতে পারে।
ছয় ঘণ্টারও বেশি সময় ধরে শুনানি শেষে ম্যাজিস্ট্রেট নিলুপুলি লঙ্কাপুরা বলেন, প্রতিরক্ষা পক্ষ জামিনের উপযুক্ত কোনো কারণ দেখাতে ব্যর্থ হয়েছে।
গ্রেপ্তারের পর বিক্রমাসিংহেকে দেখতে যান রাজনৈতিক সহযোগী ও প্রতিদ্বন্দ্বীরা। সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে সাংবাদিকদের বলেন, “তিনি স্বাভাবিক ছিলেন এবং মানসিকভাবে ভালো আছেন। তিনি জানেন, রাজনীতিতে এমন ঘটনা ঘটতেই পারে।” অপরদিকে বিরোধীদলীয় নেতা সাজিথ প্রেমদাসাও জানান, তিনি বিক্রমাসিংহের সঙ্গে কথা বলেছেন এবং তিনি সুস্থ আছেন।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, তার অনুরোধে বাসা থেকে রান্না করা খাবার আনার অনুমতি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালে ব্যাপক গণবিক্ষোভের মুখে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে পদত্যাগ করলে বিক্রমাসিংহে দায়িত্ব নেন এবং ২০২৪ সালের শেষ পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে ছিলেন। ভয়াবহ অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার কৃতিত্বও তার নামে যুক্ত হয়। তবে ২০২৩ সালের সেপ্টেম্বরে স্ত্রী প্রফেসর মাইথ্রীর যুক্তরাজ্যে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে সরকারি অর্থে ভ্রমণের অভিযোগ থেকেই তার বিরুদ্ধে মামলার সূত্রপাত ঘটে।
সূত্র : দ্য হিন্দু
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0