স্পোর্টস ডেস্ক
ঢাকা: হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন পোর্তোর সাবেক অধিনায়ক জর্জ কস্তা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।
পর্তুগালের সাবেক এই ডিফেন্ডার পোর্তোর ফুটবল পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মঙ্গলবার ক্লাবের ট্রেনিং সেন্টারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাকে। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
জোসে মরিনিয়োর অধীনে খেলে ২০০৪ সালে পোর্তোর চ্যাম্পিয়ন্স লিগ জয়ের ইতিহাস গড়েছিলেন কস্তা। তার আগের বছরও মরিনিয়োর নেতৃত্বে জিতেছিলেন উয়েফা কাপ, যা বর্তমানে ইউরোপা লিগ নামে পরিচিত।
পোর্তোর হয়ে টানা পাঁচবার লিগ শিরোপা জয়ীদের মধ্যে অন্যতম ছিলেন কস্তা। ক্লাবটির হয়ে ১৩ মৌসুমে মোট ২৪টি শিরোপা জিতেছেন তিনি। সব মিলিয়ে পেশাদার ক্যারিয়ারে খেলেছেন ৫৩০ ম্যাচ; এর মধ্যে ৩৮৩টি পোর্তোর জার্সিতে এবং ৫০টি পর্তুগাল জাতীয় দলের হয়ে।
২০০৬ সালে খেলোয়াড়ি জীবন শেষ করে কোচিংয়ে যুক্ত হন কস্তা। পর্তুগাল ছাড়াও রোমানিয়া, সাইপ্রাস, তিউনিসিয়া, ভারতসহ বিভিন্ন দেশের ক্লাবে দায়িত্ব পালন করেছেন তিনি। গত বছরের এপ্রিলে পোর্তোর ফুটবল পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এই পর্তুগিজ ফুটবল কিংবদন্তি।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0