শনিবার, ২৩ আগস্ট ২০২৫

নিউইয়র্কে ভয়াবহ বাস দুর্ঘটনায় শিশুসহ নিহত ৫

দুর্ঘটনার কারণ হিসেবে অতিরিক্ত গতিকে সন্দেহ করা হচ্ছে। এ ঘটনার পর মহাসড়কের দু’দিকেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পর্যটকবাহী একটি বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত পাঁচজন, যাদের মধ্যে শিশু রয়েছে। শুক্রবার (২২ আগস্ট) স্থানীয় সময় দুপুরে নায়াগ্রা জলপ্রপাত থেকে নিউইয়র্ক শহরে ফেরার পথে বাফেলোর কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়ক থেকে খাদে পড়ে উল্টে যায়।

পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ হিসেবে অতিরিক্ত গতিকে সন্দেহ করা হচ্ছে। এ ঘটনার পর মহাসড়কের দু’দিকেই যান চলাচল বন্ধ হয়ে যায়। নিউইয়র্ক ট্রান্সপোর্ট অথরিটি বিকল্প পথে যান চলাচলের নির্দেশ দেয়।

নিউইয়র্ক স্টেট পুলিশ জানায়, শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে তারা দুর্ঘটনার খবর পান এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। হেলিকপ্টার, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একযোগে অভিযান চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে শিশু সহ কয়েকজন নিহত হয়েছেন। গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বাসের চালক জীবিত আছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় বাসটিতে ৫৪ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে বেশিরভাগই ছিলেন ভারতীয়, চীনা ও ফিলিপিনো নাগরিক, যাদের মধ্যে অনেক শিশু ছিল।

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল বলেন, উদ্ধার অভিযানের পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধান চলছে।

বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0