সোমবার, ২০ অক্টোবর ২০২৫

গভীর রাতে খুলনায় জুট মিলে আগুন

ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে নির্বাপণের কাজ চলছে।

ছবিঃ সংগৃহীত

জেলা প্রতিনিধি

খুলনা: খুলনা সুপার জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১০ আগস্ট) গভীর রাতে ফুলতলা উপজেলার বেসরকারি এই জুট মিলটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে নির্বাপণের কাজ চলছে।

খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. মতিয়ার রহমান আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।

খুলনা ফায়ার স্টেশনের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, ফুলতলার সুপার জুট মিলে আগুন লাগার খবর পেয়ে রাত ৯টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট রওনা দেয়। পর্যায়ক্রমে ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাত ১০টা ৪১ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পাটে আগুন লাগার কারণে এখনো ধোঁয়া বের হচ্ছে। এজন্য ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটি নির্বাপনের কাজ করছে। জুট মিলের একটি গোডাউনের পাটের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তদন্ত সাপেক্ষে ক্ষতির পরিমাণ জানা যাবে।

বাংলাফ্লো/এফএ

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0