মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

হামজাদের ভুটান-সিঙ্গাপুর ম্যাচের আর্থিক হিসাবে অসঙ্গতি

আজ বাফুফে নির্বাহী কমিটির সভায় অন্যতম আলোচ্যসূচি ছিল ভুটান-সিঙ্গাপুর ম্যাচের আয়-ব্যয়। দু’টি আলাদা ম্যাচ এবং আয়-ব্যয় ভিন্ন হলেও আজকের সভায় দুই ম্যাচ মিলিয়ে একসঙ্গে আয়-ব্যয় উপস্থাপন করা হয়েছিল।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: জামাল-হামজারা জাতীয় স্টেডিয়ামে ৪ জুন ভুটান ও ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলেছিল। বিশেষ করে এশিয়ান কাপ বাছাইয়ে হামজাদের খেলা দেখতে স্টেডিয়ামে দর্শকদের ঢল নেমেছিল। দুই মাস পেরিয়ে গেলেও ঐ দুই ম্যাচের আয়-ব্যয়ের পর বাফুফের নীট প্রাপ্তি কত সেটা এখনো জানা যায়নি।

আজ বাফুফে নির্বাহী কমিটির সভায় অন্যতম আলোচ্যসূচি ছিল ভুটান-সিঙ্গাপুর ম্যাচের আয়-ব্যয়। দু’টি আলাদা ম্যাচ এবং আয়-ব্যয় ভিন্ন হলেও আজকের সভায় দুই ম্যাচ মিলিয়ে একসঙ্গে আয়-ব্যয় উপস্থাপন করা হয়েছিল। এতে বাফুফে নির্বাহী কমিটির একাধিক কর্মকর্তা তাৎক্ষণিকভাবেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। দুই মাস পেরিয়ে গেলেও এখনো হিসাব পূর্ণাঙ্গ না হওয়ায় বাফুফের একাধিক সহ-সভাপতি ফিন্যান্স বিভাগের উপর উষ্মা প্রকাশ করেছেন। এক সহ-সভাপতি তো ক্ষীপ্ত হয়ে ফিন্যান্স বিভাগের স্টাফ রদবদলের দাবিও তুলেছেন, সভা সূত্রে এমনটাই জানা গেছে।

অনেক দিন পর ঢাকা স্টেডিয়ামে ফুটবলের জোয়ার ফিরেছে। টিকিটের অনেক চাহিদা ছিল। একেক গ্যালারির টিকিটের দাম ছিল একেক রকম। সিঙ্গাপুর-ভুটান ম্যাচে ভিআইপি, হসপিটালিট বক্স ও ভিভিআইপিতে কত টাকার টিকিট বিক্রি হয়েছে এই ব্যাপারে সুনির্দিষ্ট অঙ্ক জানতে চেয়েছিলেন আজকের সভায় উপস্থিত একাধিক সদস্য। ফিন্যান্স বিভাগ এই সংক্রান্ত তথ্য পুঙ্খানুপুঙ্খ দিতে পারেনি। নির্বাহী কমিটির অনেকেই টিকিট ক্রয় করেছেন কিন্তু সেই ক্রয়ের তালিকায় কয়েকজনের নাম থাকলেও আবার কয়েকজনের নাম নেই এ নিয়েও অসঙ্গতি তৈরি হয়েছে। আজকের সভায় অনেক আলোচ্যসুচির মধ্যে দুই ম্যাচের আয়-ব্যয়ে সবচেয়ে বেশি সময় নিয়ে আলোচনা হয়েছে। খানিকটা উত্তপ্ততাও ছড়িয়েছিল বলে সভা সূত্রে জানা গেছে।

বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস। তিনি টিকিট বিক্রির কার্যক্রম তদারকি করছিলেন। কম্পিটিশন কমিটির কাছে মিডিয়া একাধিকবার জিজ্ঞেস করেও টিকিট বিক্রির সুনির্দিষ্ট অঙ্ক জানতে পারেনি। কম্পিটিশন কমিটি বল ঠেলেছিল ফিন্যান্স কমিটির কাছে। আজ বাফুফে নির্বাহী কমিটির সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন, 'আগামী এক সপ্তাহের মধ্যে আবার ভুটান-সিঙ্গাপুর ম্যাচের হিসাব প্রস্তুত করতে বলা হয়েছে। কেউ যদি টাকা পায় সেটা পরিশোধ করব, আবার আমরা যদি পাই সেটাও ফান্ডে আনব।'

বাফুফে গঠনতন্ত্র সংশোধনের জন্য একটি তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছিল। সেই কমিটি বাফুফেকে নতুন গঠনতন্ত্রের খসড়া দিয়েছে। ঐ খসড়ার আলোকে নির্বাহী কমিটির সকলকে এক মাস সময় দেয়া হয়েছে মতামত প্রদানের জন্য। সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরি হ্যাপী প্রস্তাবিত গঠনতন্ত্র নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ, মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবেন। আরেক সহ-সভাপতি সাব্বির আহদেম আরেফ বাফুফের অন্য স্টেকহোল্ডার ক্লাব, ডিএফএ’র সঙ্গে মতবিনিময় করবেন।

ফুটবলের গুরুত্বপূর্ণ অংশ রেফারিং। গত মৌসুমে বাফুফের রেফারিজ কমিটি ছিল না। আজকের সভায় সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরি হ্যাপিকে রেফারিজ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে। কয়েক দিনের মধ্যে বাফুফে আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ রেফারিজ কমিটি প্রকাশ করবে।

বাফুফের বিগত কমিটি সরকারের ২০ কোটি টাকার হিসাব ঠিক মতো দিতে পারেনি। নতুন কমিটি সেটা উপলব্ধি করে জাতীয় চ্যাম্পিয়নশিপের জন্য সরকারের অর্থের সঠিক হিসাব প্রদানের জন্য আলাদা ব্যাংক হিসাব খোলার সিদ্ধান্ত নিয়েছে। এই হিসাবের স্বাক্ষর দাতাগণ বাফুফের মূল হিসাব স্বাক্ষর দাতারাই থাকবেন।

বাংলাদেশ নারী ফুটবল দল একের পর এক সাফল্য আনছে। এরপরও বাফুফে তাদের প্রতিশ্রুত দেড় কোটি টাকা এখনো সাবিনাদের প্রদান করতে পারেনি। আজকের সভায় এ নিয়ে কোনো আলোচনা না হলেও সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন, 'আমাদের যে কমিটমেন্ট রয়েছে সেটা অবশ্যই পূরণ করব। তারা এখন ভুটানে খেলছে। তারা বিদেশে অনুশীলন করবে ও অন্তত দু’টি ম্যাচ খেলবে সেটা নিশ্চিত। কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।'

বাফুফে ফুটসাল ফুটবলকে এখন বেশ জোরদার করছে। মালয়েশিয়ায় এশিয়ান কাপ ফুটসাল বাছাইয়ের প্রস্তুতির জন্য সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই যাবে বাংলাদেশ দল। অ-১৭ দলের শ্রীলঙ্কা ও চীন সফরের প্রস্তুতির ব্যয় বাফুফে সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদীর প্রতিষ্ঠান রেডিয়্যান্ট ফার্মাসিটিক্যাল স্পন্সর করবে।

বাফুফের কেনাকাটায় আগে বেশ অসঙ্গতি পেয়েছিল ফিফা। এজন্য অনেক শাস্তিও হয়েছে। বাফুফের নতুন কমিটি প্রকিউরমেন্ট পলিসি আপডেট করেছে। বাফুফের প্রকিউরমেন্ট কমিটির চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরি বলেন, 'ফিফার গাইডলাইন অনুযায়ী আমরা প্রকিউরমেন্ট পলিসি অত্যাধুনিক করেছি। আজকের সভায় সেটা সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে।'

জাতীয় দলের ক্যাম্পে খেলোয়াড় ছাড়েনি বসুন্ধরা কিংস। ফেডারেশন-কিংসের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি চলছে। আজকের সভায় অবশ্য এ নিয়ে কোনো আলোচনা হয়নি। বসুন্ধরা কিংসের সভাপতি ও বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান সশরীরে না থাকলেও অনলাইনে প্রায় পুরো সময়ই ছিলেন সভায়। ২১ জনের কমিটির মধ্যে সশরীরে ১৭ জন অনলাইনে ৩ জন যুক্ত ছিলেন। একমাত্র টিপু সুলতান সভায় অনুপস্থিত ছিলেন।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0