স্পোর্টস ডেস্ক
ঢাকা: ফুলহামের সঙ্গে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই ম্যাচে পেনাল্টি পেয়েও তা কাজে লাগাতে পারেনি ইউনাইটেড। সুযোগ নষ্ট করেন ব্রুনো ফার্নান্দেস। যা প্রভাব ফেলে ম্যাচের ফলাফলে। পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয় তাদের।
ম্যাচের ৩৩তম মিনিটের ঘটনা। ডি-বক্সের ভেতর ফাউলের শিকার হন ম্যাসন মাউন্ট। এতে পেনাল্টি পায় ইউনাইটেড। তখন অধিনায়ক নিজেই কিক নিতে আসেন। এরপর পেনাল্টি মিসের পাশাপাশি রেফারির সঙ্গে ধাক্কা লাগার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে।
বল জায়গামতো বসিয়ে যখন কিক নেওয়ার জন্য কিছুটা পেছনে যান ফার্নান্দেস তখন রেফারি ক্রিস ক্যাভানাহর সঙ্গে ধাক্কা লাগে তার। ফলে সেই চেষ্টা থামিয়ে পুনরায় কিক নেন ফার্নান্দেস। তবে এবার তিনি বল পাঠান ক্রসবারের ওপর দিয়ে।
এই ঘটনায় রেফারিকে পুরোপুরি দায় না দিলেও ইউনাইটেড অধিনায়ক মনে করেন, রেফারির ক্ষমা চাওয়া উচিত ছিল। কারণ প্রথমবার যখন রেফারির সঙ্গে তার ধাক্কা লাগে তখন মনযোগে বিঘ্ন ঘটেছিল। যার প্রভাব পড়েছে পেনল্টি কিক নেওয়ার সময়।
তিনি বলেন, 'আমি হতাশ ছিলাম। পেনাল্টি শট যে নেয়, তার ওই নির্দিষ্ট সময়ের নিজস্ব কিছু প্রক্রিয়া থাকে, সেগুলো একেবারে নিজের মতো করে। রেফারি দু:খপ্রকাশ না করায় আমার খারাপ লেগেছিল…তবে এটা পেনাল্টি মিস করার পেছনে অজুহাত নয়।'
'বলে আমার শটটা খুব খারাপ হয়েছিল। বলের অনেক নিচে আমার পা পড়েছিল আর একারণেই বল ক্রসবারের ওপর দিয়ে যায়।'-যোগ করেন তিনি।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0