জেলা প্রতিনিধি
ফেনী: ১৫ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন কর্মসূচি শুরু করেছেন ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীরা, যার মধ্যে অন্যতম দাবি স্থায়ী ক্যাম্পাস। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখে আন্দোলনে অংশ নিচ্ছেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত দাবি পূরণ না হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হবে।
শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য তাদের উপস্থাপিত ১৫ দফা দাবি শুরুতে যৌক্তিক হিসেবে স্বীকৃতি দেওয়া হলেও এখনো কার্যকর কোনো বাস্তবায়ন হয়নি। এর মধ্যে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি। তাদের আশঙ্কা, দ্রুত পদক্ষেপ না নিলে ইউজিসি বিশ্ববিদ্যালয়টিকে ‘রেড লিস্ট’-এ অন্তর্ভুক্ত করতে পারে, যা শিক্ষার্থীদের ভবিষ্যৎকে অনিশ্চয়তার মধ্যে ফেলবে।
স্থায়ী ক্যাম্পাস ছাড়াও নিজস্ব বাস সার্ভিস চালু, ছাত্র রাজনীতি নিষিদ্ধকরণ, লাইব্রেরিতে বই সংযুক্তি, মুট কোর্ট রুম, ছাত্র সংসদ গঠন, রেজিস্ট্রেশনে জরিমানা বন্ধ ও পর্যাপ্ত শিক্ষক নিয়োগসহ একাধিক দাবি জানিয়েছেন তারা।
ফেনী ইউনিভার্সিটির এক শিক্ষার্থী বলেন, এক বছরেরও বেশি সময় ধরে শিক্ষার্থীরা এসব দাবি জানিয়ে আলোচনায় বসেছে, কিন্তু স্থায়ী ক্যাম্পাস নিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। অথচ ইউজিসি স্পষ্ট করেছে, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে স্থায়ী ক্যাম্পাসে না গেলে বিশ্ববিদ্যালয়ের ওপর নিষেধাজ্ঞা আসবে। এ দাবিগুলো শুধুমাত্র শিক্ষার্থীদের নয়, বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নের জন্যও গুরুত্বপূর্ণ।
আরেক শিক্ষার্থী বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করেছি। প্রয়োজনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে আমাদের দাবি আদায় করব।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রফেসর মো. ফরহাদুল ইসলাম বলেন, স্থায়ী ক্যাম্পাসের জন্য নেওয়া আগের জায়গা নিয়ে একটি মামলা চলমান। নতুন যে জায়গাটি কেনা হয়েছে, সেখানে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের প্রক্রিয়া চলছে। শিক্ষার্থীরা বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানকে আসতে বলেছিলেন। তিনি শুক্রবারে আসবেন বলে জানিয়েছেন। আমরা শিক্ষার্থীদের ততদিন শ্রেণি ও অন্যান্য কার্যক্রম চালিয়ে যেতে বলেছিলাম। কিন্তু তারা শাটডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0