মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’

ফিডিং কর্মসূচির আওতাভুক্ত সব বিদ্যালয়ের শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট জেলা ও উপজেলা কর্মকর্তাদের নির্ধারিত ছকে তথ্য সংগ্রহ করতে হবে।

ছবি : সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: দেশের ৮টি বিভাগের ৬২টি জেলার নির্বাচিত ১৫০টি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে চালু হতে যাচ্ছে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’। এই কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে ২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের হালনাগাদ তথ্য চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

রোববার (২২ জুন) প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব মোহাম্মদ হারুন-অর-রশীদের স্বাক্ষরে জারি করা এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, ফিডিং কর্মসূচির আওতাভুক্ত সব বিদ্যালয়ের শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট জেলা ও উপজেলা কর্মকর্তাদের নির্ধারিত ছকে তথ্য সংগ্রহ করতে হবে।

জরুরি ভিত্তিতে তথ্য পাঠাতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, তবে কক্সবাজার ও বান্দরবান জেলা এ নির্দেশনার বাইরে রয়েছে। আগামী ৩০ জুনের মধ্যে নির্ধারিত ছকে শিক্ষার্থী ও কর্মকর্তাদের তথ্য পূরণ করে ই-মেইলে ([email protected]) পিডিএফ ও সফট কপি (এমএস এক্সেল ফরম্যাটে, নিকোশবেন ফন্টে) এবং হার্ড কপি পাঠাতে বলা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। ফিডিং কর্মসূচিকে ঘিরে সংশ্লিষ্ট বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের তথ্য প্রেরণে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে। তথ্য প্রেরণের বিষয়টি সরাসরি পর্যবেক্ষণ করছেন প্রকল্প পরিচালক, উপ-প্রকল্প পরিচালক ও সহকারী প্রকল্প পরিচালক।

স্কুল ফিডিং কর্মসূচি প্রাথমিক শিক্ষায় একটি গুরুত্বপূর্ণ সামাজিক উদ্যোগ হিসেবে পরিচিত। এর মাধ্যমে বিদ্যালয়ে শিশুদের উপস্থিতি, মনোযোগ এবং পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার প্রতি আগ্রহ বাড়ে। বিশেষ করে দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এটি সহায়ক ভূমিকা রাখে। অভিভাবকরাও এতে উৎসাহিত হন তাদের সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠাতে।

বাংলাফ্লো/এনআর

Leave a Comment

Comments 0