বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

টিকটক অ্যাকাউন্ট বন্ধ না করায় মেয়েকে হত্যা করলেন বাবা

মোবাইল ফোন থেকে টিকটক ডিলিট না করায় পাকিস্তানে এক মেয়েকে হত্যা করেছেন তার বাবা।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: মোবাইল ফোন থেকে টিকটক ডিলিট না করায় পাকিস্তানে এক মেয়েকে হত্যা করেছেন তার বাবা। গত মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে এ ঘটনা ঘটে।

রাওয়ালপিন্ডির পুলিশ জানিয়েছে, নিজের ১৬ বছর বয়স বয়সী কিশোরী মেয়েকে মোবাইল ফোন থেকে টিকটক ফেলে দিতে বলেছিলেন তিনি। কিন্তু কথা না শোনায় মেয়েকে গুলি করে হত্যা করেন ওই বাবা।

পুলিশের এক মুখপাত্র বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, “মেয়ের বাবা তাকে টিকটক ডিলিট করতে বলেছিল। কথা না শোনায় তিনি তাকে হত্যা করেছেন।”

ওই কিশোরীর পরিবার প্রথমে এটিকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দিতে চেয়েছিল। কিন্তু এতে ব্যর্থ হয় তারা। মেয়েকে হত্যার পর তার বাবা পালিয়ে যায়। কিন্তু পুলিশের হাতে পরবর্তীতে ধরা পড়েন তিনি।

টিকটক পাকিস্তানে অনেক জনপ্রিয় একটি অ্যাপ। স্বল্পশিক্ষিতরাও এটি সহজে চালাতে পারেন বলে অনেকেই টিকটকের প্রতি আসক্ত।

তথ্য সূত্র: এএফপি

বাংলাফ্লো/এসকে

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0