জেলা প্রতিনিধি
নোয়াখালী: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নোয়াখালীর সেনবাগ উপজেলা বিএনপির দুই নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং আরও দুই নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) জেলা বিএনপির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই শাস্তিমূলক ব্যবস্থার কথা জানানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি রাজনীতিতে উত্তেজনা দেখা দিয়েছে।
সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম হোসেন খোন্দকার এবং সদস্য দলিলুর রহমানকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।
সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান লিটন এবং সেনবাগ পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক বাবুলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
জেলা বিএনপির অভিযোগ, গত ৩ সেপ্টেম্বর লিটন ও বাবুল কমিটি গঠন নিয়ে জেলা নেতৃত্বকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে “মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত” পোস্ট দিয়েছেন এবং জেলা কমিটির বিরুদ্ধে প্রকাশ্যে “অশালীন ও শিষ্টাচারবহির্ভূত” বক্তব্য দিয়েছেন। তাঁদেরকে আগামী তিন দিনের মধ্যে সশরীরে হাজির হয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে, অন্যথায় তাঁদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
তবে, অব্যাহতি প্রাপ্ত নেতারা দাবি করেছেন, তাঁদেরকে কোনো ধরনের কারণ দর্শানোর নোটিশ না দিয়েই সরাসরি দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, যা দলীয় শৃঙ্খলার পরিপন্থী।
নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো শাস্তিমূলক ব্যবস্থার বিষয়টি নিশ্চিত করে বলেন, “দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় সেনবাগের দুই নেতাকে অব্যাহতি ও দুইজনকে শোকজ করা হয়েছে। আমরা কেউই দলীয় সিদ্ধান্ত অমান্য করতে পারি না।”
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0