বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি নিয়ে সতর্ক করেছেন তিনি। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, এ ধরনের বানোয়াট প্রচারণায় বিভ্রান্ত না হতে হবে।
শনিবার (২৩ আগস্ট) রাতে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে রিজভী এ আহ্বান জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি কুচক্রী মহল রিজভীর স্বাক্ষর জাল করে গত ২২ আগস্ট ফেসবুকে ভুয়া বিজ্ঞপ্তি পোস্ট করেছে। তবে এটি বিএনপির দপ্তর থেকে কোনো গণমাধ্যমে পাঠানো হয়নি।
রিজভী বলেন, “আমার স্বাক্ষরে বিএনপি দপ্তর থেকে কোনো প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়নি। প্রচারিত বিজ্ঞপ্তিটি বানোয়াট ও ভুয়া।”
তিনি আরও উল্লেখ করেন, বিভ্রান্তি ছড়ানোর জন্যই এ ধরনের মিথ্যা ও অসৎ উদ্দেশ্যে প্রচার করা হয়েছে। নেতাকর্মীদের এ বিষয়ে সজাগ থাকতে অনুরোধ জানিয়েছেন তিনি।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0