স্পোর্টস ডেস্ক
ঢাকা: সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ভিয়েতনামে বাংলাদেশের এএফসি অ-২৩ টুর্নামেন্টের বাছাই। সেই টুর্নামেন্ট সামনে রেখে বাহরাইনে দু’টি প্রীতি ম্যাচ খেলছে বাংলাদেশ। গতকাল স্বাগতিক অ-২৩ দলের বিপক্ষে প্রথম ম্যাচে ০-১ গোলে হেরেছে।
বাংলাদেশ ও বাহরাইনে মধ্যকার অ-২৩ দলের ম্যাচটি ফিফার টায়ার-২ স্বীকৃতি পেয়েছে। আন্তর্জাতিক এই ম্যাচে বাংলাদেশের দুই প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ ও তানিল সালিকের অভিষেক হয়েছে। ডিফেন্ডার জায়ান আহমেদ ম্যাচের মূল একাদশেই ছিলেন। তানিল সালিককে কোচ সাইফুল বারী টিটু নামিয়েছিলেন দ্বিতীয়ার্ধে।
ক্লোজড ম্যাচ হওয়ায় বাফুফে আনুষ্ঠানিকভাবে ম্যাচের ফলাফল প্রকাশ করেনি। ম্যাচ শেষ হওয়ার ১০ ঘন্টা পর বাফুফে মিডিয়া বিভাগ কয়েকটি ছবির সঙ্গে সহকারী কোচ হাসান আল মামুন ও ফুটবলার মিরাজুল ইসলামের প্রতিক্রিয়া পাঠিয়েছে। তবে গতকাল রাতেই বাফুফে নিজেদের ফেসবুক পেজে যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান আহমেদের ভিডিও পোস্ট করেছে।
সেই ভিডিওতে তিনি বলেছেন, ‘আমরা ভালো খেলেছি। তিন-চারটা ভালো সুযোগ ছিল। ম্যাচটি প্রায় সমতা ছিল।’ বাংলাদেশের জার্সিতে নিজের প্রথম ম্যাচ। বেশ রোমাঞ্চিত জায়ান বলেন, ‘দশের মধ্যে নিজেকে সাড়ে সাত দেব। কিছু ভালো অ্যাসিস্ট ছিল, চেষ্টা করেছি।’
বাংলাদেশ দল পেনাল্টি থেকে এক গোল হজম করেছে। এরপরও দলের পারফরম্যান্স বিশ্লষণ করলেন জায়ান এভাবে, ‘টিম পারফরম্যান্স দশের মধ্যে আট। আমরা গোলের সুযোগ পেয়েছি। ভিয়েতনামের জন্য আমরা অনেক কষ্ট করছি-অনুশীলন, ভিডিও, মিটিং। আমাদের গ্রুপ (দল) ভালো এবং মেধাবী।’
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0