স্পোর্টস ডেস্ক
ঢাকা: ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে দারুণ এক ইনিংস খেলেছেন ন্যাট সিভার-ব্রান্ট। তার এমন ইনিংসের প্রভাব পড়েছে আইসিসি নারী ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে। স্মৃতি মান্ধানাকে সরিয়ে শীর্ষে উঠেছেন ইংল্যান্ড অধিনায়ক।
তৃতীয় ওয়ানডেতে ভারতের বিপক্ষে ১০৫ বলে ৯৮ রানের ইনিংস খেলেন সিভার-ব্রান্ট। সেই ম্যাচে সেঞ্চুরি না পাওয়ার হতাশার সঙ্গে ম্যাচও হারতে হয় তাকে। তবে এবার স্মৃতিকে সরিয়ে শীর্ষে উঠায় সেই ক্ষতে কিছুটা হলেও প্রলেপ লাগবে।
নারী ওয়ানডে ব্যাটারদের র্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে শীর্ষে উঠেছেন সিভার-ব্রান্ট। তার নামের পাশে এখন ৭৩১ রেটিং পয়েন্ট। ৩ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছেন ভারতের ব্যাটার স্মৃতি মান্ধানা। এক ধাপ পিছিয়ে তিনে আছেন লরা উলভার্ট।
ক্যারিয়ারে এই নিয়ে তৃতীয়বার র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন সিভার-ব্রান্ট। এর আগে ২০২৩ সালের জুলাই থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত ও ২০২৪ সালের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত চূড়ায় ছিলেন তিনি।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0