মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

রাষ্ট্রীয় সংস্কারের পরে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে: ফয়জুল করীম

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে এক ছাত্র সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি,

বরিশাল: আগামী জাতীয় নির্বাচন অবশ্যই রাষ্ট্রীয় সংস্কারের মাধ্যমে এবং সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে এক ছাত্র সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘শিক্ষা, চরিত্র, দেশ ও দীন গঠনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তিন দশকেরও বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভোগবাদী সংস্কৃতি ও নৈতিক অবক্ষয়ের এই সময়ে ছাত্রসমাজকে আদর্শবান, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। ইসলামী ছাত্র আন্দোলন প্রতিষ্ঠার পর থেকেই দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। নীতি-নৈতিকতা, আদর্শ, শৃঙ্খলা ও ইসলামী চেতনা একটি আদর্শ জাতি গঠনের মূলভিত্তি।’

সমাবেশে সভাপতিত্ব করেন নগর সভাপতি গাজী মুহাম্মাদ রেদোয়ান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সুজন।

বিশেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি প্রফেসর মুহাম্মাদ লোকমান হাকীম বলেন, ৩৪ বছরের পথচলায় ইসলামী ছাত্র আন্দোলন প্রমাণ করেছে যে, নৈতিকতা, শৃঙ্খলা ও ইসলামী চেতনা দিয়েই ছাত্রসমাজকে সঠিক পথে পরিচালিত করা সম্ভব। এ ধারাবাহিকতায় বরিশালের শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করবে।

কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ মিশকাতুল ইসলাম বলেন,শিক্ষার্থীরা জাতির প্রাণশক্তি। আধুনিক শিক্ষা ও প্রযুক্তির পাশাপাশি ইসলামী মূল্যবোধকে গুরুত্ব দিতে হবে। মাদক, সন্ত্রাস, সাইবার অপরাধ ও অশ্লীল সংস্কৃতি থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে সমাজের প্রতিটি স্তরে কাজ করতে হবে।

এছাড়াও বক্তব্য দেন,সিনিয়র সহ-সভাপতি সৈয়দ নাছির আহমেদ কাওছার, সেক্রেটারি মাওলানা আবুল খায়ের, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা আরিফুর রহমান, ইসলামী আইনজীবী পরিষদ সভাপতি এডভোকেট শেখ আব্দুল্লাহ নাসির, জাতীয় শিক্ষক ফোরাম সেক্রেটারি আবুল হাসান মুহাম্মাদ ইয়াহহিয়া, ইসলামী যুব আন্দোলন সভাপতি মুহাম্মাদ রেজাউল করীম, ইসলামী ছাত্র আন্দোলন জেলা সভাপতি এম এম সালাউদ্দীন, বি এম কলেজ সভাপতি জিয়াউর রহমান নাঈম, ববি সভাপতি হাসিবুল ইসলাম এবং চরমোনাই আলিয়া সাধারণ সম্পাদক আব্দুর রহিম প্রমুখ।

বাংলাফ্লো/এনআর

Leave a Comment

Comments 0