বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, নির্বাচন যেন আগামী বছরের ফেব্রুয়ারি মাস অতিক্রম না করে হয়। গণতন্ত্রের জন্য নির্বাচন অপরিহার্য। নির্বাচনের সময় আগামী বছরের ফেব্রুয়ারি মাস হিসেবে ঘোষণা করা হয়েছে এবং জনগণ আশা করে এই সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের ভেতরে ও বাইরে ফ্যাসিবাদের দোসররা মিডিয়াতে কথা বলছে, চলাফেরা করছে, ইঙ্গিত দিচ্ছে সেটা গণতন্ত্রের জন্য অশুভ।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে প্রতীকী যুব সমাবেশে’ তিনি এসব মন্তব্য করেন। সমাবেশের আয়োজন করে অপরাজেয় বাংলাদেশ।
দুদু বলেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার যথেষ্ট সুযোগ ছিল। সরকারপ্রধান হিসেবে ড. ইউনূস বলেছেন তিনি একটি ঐতিহাসিক নির্বাচন ফেব্রুয়ারি মাসে করতে চান। সেই বিবেচনায় আমরা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন মেনে নিয়েছি। তবে সতর্ক থাকতে হবে। এই ফেব্রুয়ারি মাস যেন কোনোভাবে ক্রস না করে।
তিনি আরও বলেন, গণতন্ত্র নিয়ে যদি কেউ টালবাহানা করে, নির্বাচন নিয়ে যদি কেউ টালবাহানা করে, তাহলে বুঝতে হবে তারা স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে চাচ্ছে।
ফ্যাসিবাদের পুনরুদ্ধারের ইঙ্গিত নিয়ে দুদু বলেন, যথাসময়ে নির্বাচন হতে হবে। ফ্যাসিবাদ নতুন করে মাথা তোলার চেষ্টা করছে। দেশের ভেতরে ও বাইরে ফ্যাসিবাদের দোসররা মিডিয়াতে কথা বলছে, চলাফেরা করছে, ইঙ্গিত দিচ্ছে সেটা গণতন্ত্রের জন্য অশুভ। স্বৈরতন্ত্রের পতন হয়েছে, তার মানে এই নয় আমরা সবকিছু অর্জন করেছি। স্বৈরতন্ত্রের পতন হয়েছে গণতন্ত্র-মুক্তির লক্ষ্যে, অধিকারের লক্ষ্যে। সেই অধিকার গণতন্ত্র ছাড়া ফিরে পাবো না।
তিনি বলেন, গত তিনটা নির্বাচনে শেখ হাসিনা গণতন্ত্রকে কবরস্থ করেছে। তিনি শুধু গণতন্ত্রকে কবরস্থ করেছেন তা নয় তিনি এখন গণহত্যাকারী। তিনি আমাদের ছেলেমেয়েদেরকে হত্যা করেছেন। অর্থাৎ গণহত্যার বিচার এবং পাচার হওয়া টাকা ফেরত আনা এটা একটা চলমান প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মধ্যেই নির্বাচন হতে হবে। নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে।
সমাবেশে উপস্থিত ছিলেন অপরাজেয় বাংলাদেশের সহ-সভাপতি এম এ আজাদ চয়ন, বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, বিএনপি নির্বাহী কমিটির সদস্য রহিমা শিকদার, অপরাজেয় বাংলাদেশের ঈসমাঈল হোসেন সিরাজীসহ অন্যান্য নেতাকর্মীরা।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0