স্পোর্টস ডেস্ক
ঢাকা: ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৮৭ রান করেছেন ইয়াশভি জয়সাওয়াল। ১৩ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হলেও একটি রেকর্ড গড়েছেন তিনি। তরুণ এই ওপেনার ৫১ বছরের পুরনো রেকর্ড নতুন করে লিখেছেন।
১৯৭৪ সালে এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে ১৬৫ বলে ৭৭ রানের ইনিংস খেলেছিলেন সুধীর নায়েক। এত দিন পর্যন্ত ইংল্যান্ডের এই মাঠে কোনো ভারতীয় ওপেনারের খেলা সর্বোচ্চ রানের ইনিংস ছিল সেটাই। গতকাল বুধবার ৮৭ রানের ইনিংস খেলে সুধীরের সেই রেকর্ড ভেঙে দিলেন জয়সাওয়াল।
এজবাস্টনে টেস্টে ভারতীয় ওপেনারদের সর্বোচ্চ রানের ইনিংসের তালিকায় শীর্ষে উঠে এলেন জয়সাওয়াল। দ্বিতীয় স্থানে চলে গেলেন সুধীর। এই তালিকায় তৃতীয় স্থানে আছে ১৯৭৯ সালে সুনীল গাভাস্কারের ৬৮ রানের ইনিংস। চতুর্থ স্থানে আছে ২০২২ সালে খেলা চেতেশ্বর পূজারার ৬৬ রানের ইনিংস।
হেডিংলে টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন জয়সাওয়াল। দ্বিতীয় টেস্টেও রান পেলেন। এ বারের ইংল্যান্ড সফরে ভাল ফর্মে রয়েছেন ২৩ বছর বয়সী এই ব্যাটার। বুধবার টেস্ট ক্রিকেটে নিজের ১১তম ফিফটি করলেন তিনি।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0