বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

এজবাস্টন টেস্ট: ইংল্যান্ডে ডাবল সেঞ্চুরিতে গিলের রেকর্ড

বুধবার (২ জুলাই) এজবাস্টনে শুরু হয়েছে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসের প্রথম দিনের খেলায় ১১৪ রান করে অপরাজিত ছিলেন গিল।

স্পোর্টস ডেস্ক

ঢাকা: ইংল্যান্ড সফরে অধিনায়ক হিসেবে অভিষেক হয় ভারতীয় তরুণ তারকা ব্যাটসম্যান শুভমান গিলের। অভিষেক টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরির (১৪৭) নজির গড়েন গিল।

বুধবার (২ জুলাই) এজবাস্টনে শুরু হয়েছে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসের প্রথম দিনের খেলায় ১১৪ রান করে অপরাজিত ছিলেন গিল।

বৃহস্পতিবার (৩ জুলাই) দ্বিতীয় দিনের মধ্যাহ্ন ভোজের পর ফের ব্যাট করতে নেমে টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকান গিল। এদিন ২২২ রান করার মধ্য দিয়ে গিল ছাড়িয়ে যান ভারতীয় দুই কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার ও রাহুল দ্রাবিড়কে।

ইংল্যান্ডের মাঠে অতীতে ২২১ রানের ইনিংস খেলে তালিকার শীর্ষে ছিলেন সুনীল গাভাস্কার। তিনি ১৯৭৯ সালে ওভালে ৪৪৩ বল মোকাবেলা করে ২১টি বাউন্ডারির সাহায্যে ২২১ রান করে ইতিহাস গড়েছিলেন। গাভাস্কারের সেই রেকর্ডটি ৪৬ বছর টিকে ছিল।

আজ সেই রেকর্ড ভেঙে দিলেন ২৫ বছর বয়সী তরুণ ক্রিকেটার শুভমান গিল। তিনি ৩১১ বলে ২১টি চার আর ২টি ছক্কার সাহায্যে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন।

ইংল্যান্ডের মাঠে গাভাস্কার ছাড়াও ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ডাবল সেঞ্চুরি করেন ভারতীয় সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান কোচ রাহুল দ্রাবিড়। তিনি ২০০২ সালে ওভালে ৪৬৮ বল মোকাবেলা করে ২৮টি বাউন্ডারির সাহায্যে খেলেন ২১৭ রানের ইনিংস।

তবে ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার ২০০২ সালে লিডসে ১৯৩ রানের ইনিংস খেলে ডাবল সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন। শচীন মাত্র ৭ রানের জন্য ইংল্যান্ডের মাঠে ডাবল সেঞ্চুরি পাননি।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0