বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

এজবাস্টন টেস্ট: টেস্টে জোড়া সেঞ্চুরির হিড়িক, শান্ত-পান্তের পর গিল

১৯ দিনের ব্যবধানে নাজমুল হোসেন শান্ত, রিশাভ পান্ত ও শুবমান গিল গড়লেন এই কীর্তি।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: বিশ্ব টেস্ট ক্রিকেট যেন ব্যাটসম্যানদের কাব্যিকতা লিখতে শুরু করেছে। একে একে তিন ব্যাটার তুলে নিয়েছেন একই ম্যাচের দুই ইনিংসেই সেঞ্চুরিভ আর তাতে টেস্ট ক্রিকেটও ফিরে পেয়েছে এক ধরনের লালিত্য। ১৯ দিনের ব্যবধানে নাজমুল হোসেন শান্ত, রিশাভ পান্ত ও শুবমান গিল গড়লেন এই কীর্তি।

শ্রীলঙ্কার বিপক্ষে নাজমুল হোসেন শান্ত শুরু করেছিলেন। এরপর ইংল্যান্ডের মাটিতে ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার রিশাভ পান্থ দেখিয়েছেন কাব্যিক আগ্রাসন। আর আজ এজবাস্টনে গর্বিত ভারতের তরুণ নেতা শুভমান গিল, এক ম্যাচেই দ্বিতীয়বার ব্যাট উঁচিয়ে জানান দিলেন—টেস্ট ক্রিকেট এখনো বেঁচে আছে, বাঁচিয়ে রেখেছে এর ব্যাটসম্যানেরা।

গত ১৪ জুন গলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেছিলেন ১১৩ ও ১০৫ রানের ইনিংস। উপমহাদেশীয় উপকূলের আর্দ্র উইকেটে এমন কীর্তি বাংলাদেশের ব্যাটারদের জন্য বিরল—আর তাই এটি রয়ে যাবে স্মরণীয় তালিকায়।

তার ঠিক এক সপ্তাহ পর, ২১ জুন লর্ডসে প্রথম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে রিশাভ পান্থ উপহার দেন টেস্ট ব্যাটিংয়ের এক অনন্য ছন্দ। প্রথম ইনিংসে ১৪৭ রানের পর দ্বিতীয় ইনিংসে ঠিক ১০০। উইকেটের পেছনে দড় থাকা একজন ব্যাটারের কাছ থেকে এমন ধারাবাহিক আগ্রাসন নতুন করে উজ্জ্বল করে ‘পন্থীয় ধাঁচ’—যেখানে কাব্য, পাগলামি আর পরিকল্পনা একসঙ্গে মিশে যায়।

এবার এলেন শুভমান গিল। ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই তাঁর দ্বিতীয় সিরিজ। এজবাস্টনের মাঠে প্রথম ইনিংসে ২৬৯ রানের ঐতিহাসিক ইনিংস খেলার পর দ্বিতীয় ইনিংসেও তিনি অপরাজিত থেকে পূর্ণ করেন শতক—১০২*। মিডউইকেট অঞ্চল দিয়ে হিপস থেকে বল ট্যাপ করে তিন অঙ্কে পৌঁছানোর পর গিলের উচ্ছ্বাসও ছিল সংযত, শৈল্পিক। যেন জানিয়ে দিলেন, দায়িত্বের ভার আর ব্যাটিংয়ের সৌন্দর্য—দুটোই তিনি উপভোগ করেন পূর্ণমাত্রায়।

তিন সপ্তাহে তিন জোড়া সেঞ্চুরি—শান্ত, পান্থ, গিল। তিনটি তিন রকম কন্ডিশনে, তিন রকম ব্যাটিং ভঙ্গিতে। কিন্তু এক বিন্দুতে এসে তারা মিলিত—টেস্ট ক্রিকেটের সৌন্দর্যকে নতুন করে মনে করিয়ে দেওয়া। ব্যাট আর বলের যুদ্ধের মাঝে এমন ব্যাটিং মহাকাব্য টেস্টেরই ভাষা হয়ে উঠছে দিন দিন।

৭ গোলে তুর্কমেনিস্তানকে হারিয়ে ঋতুপর্ণাদের তিনে তিন৭ গোলে তুর্কমেনিস্তানকে হারিয়ে ঋতুপর্ণাদের তিনে তিন

জোড়া সেঞ্চুরি কীর্তি একনজরে:

নাজমুল হোসেন শান্ত – ১১৩ ও ১০৫ (গল, বনাম শ্রীলঙ্কা, ১৪-১৮ জুন ২০২৫)

রিশাভ পান্থ – ১৪৭ ও ১০০ (লর্ডস, বনাম ইংল্যান্ড, ২১-২৫ জুন ২০২৫)

শুভমান গিল – ২৬৯ ও ১০২* (এজবাস্টন, বনাম ইংল্যান্ড, ১-৫ জুলাই ২০২৫)

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0