স্পোর্টস ডেস্ক
ঢাকা: বাংলাদেশের বিপক্ষে হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে নেদারল্যান্ডস। সেই হতাশা ঝেড়ে পরদিনই সফরকারী ক্রিকেটাররা নতুন উদ্যমে পরের ম্যাচের প্রস্তুতিতে নেমেছে। তবে ব্যতিক্রমী কাণ্ড ঘটালেন কেউ কেউ। ম্যাক্স ও’ডাউড বনে গেলেন সাংবাদিক, যেখানে তিনি সাক্ষাৎকার নিতে শুরু করেন সতীর্থ নোয়া ক্রোসের কাছ থেকে।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে আগামীকাল (সোমবার)। তার আগে আজ (রোববার) তপ্ত দুপুরে অনুশীলনে হাজির হয়েছে নেদারল্যান্ডস ক্রিকেট দল। অনুশীলনের আগে ব্যাটার নোয়া ক্রোস হাজির হয়েছিলেন সংবাদ সম্মেলনে। যথারীতি মিডিয়া ম্যানেজারের সঙ্গে ঢুকলেন তিনি।
কিন্তু দৃশ্যপটে নোয়া ক্রোসের সঙ্গে হাজির দলের আরেক ওপেনার ম্যাক্স ও’ডাউড। সাংবাদিকদের জন্য নির্ধারিত চেয়ারে বসে পড়লেন তিনি, তবে বেশ পেছনের দিকেই। উপস্থিত সংবাদকর্মীদের মনে তখন কৌতূহল, ও’ডাউড ঠিক কী করতে যাচ্ছেন! এরপর সাংবাদিকের মতোই ক্রোসের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন তিনি।
ও’ডাউডের প্রশ্নটা ছিল সোজাসাপ্টা– বাংলাদেশে তোমার প্রিয় ক্রিকেটার কে? উত্তর দিতে এক মুহূর্তও দেরি করেননি নোয়া ক্রোস। মৃদু হাসি দিয়েই বললেন, ‘আমার প্রিয় ক্রিকেটার মুস্তাফিজুর রহমান।’ শুধু প্রশ্ন করেই থেমে থাকেননি ও’ডাউড, যেন নিজের করা প্রেস-কভারেজের জন্য প্রয়োজনীয় মিডিয়া কনফারেন্স রুমের ভিডিও এবং ছবিও সংগ্রহ করে রাখলেন।
ক্রিকেট মাঠে ব্যাট হাতে লড়াই করা ও’ডাউডকে এবার সাংবাদিকতার ব্যাটন ঘোরানোতেও দক্ষতার পরিচয় দিতে দেখা গেল! চলমান সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে এই ওপেনারের ব্যাটে আসে ডাচদের দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান। এ ছাড়া তেজা নিদামানুরুর ২৬ রান ছাড়া আর কেউ বলার মতো ইনিংস খেলতে পারেননি। ফলে ২০ ওভারে তাদের সংগ্রহটা দাঁড়ায় ১৩৬ রানে। যা বাংলাদেশ ৩৯ বল এবং ৮ উইকেট হাতে রেখে পেরিয়েছে।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0