Logo

পুলিশ চেকপোস্টের সিগন্যাল ভাঙার চেষ্টা, আটকের পরে উদ্ধার হলো মাদক

পুলিশের চেকপোস্টের সিগন্যাল অতিক্রম করে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার সময় কুকুরের সঙ্গে ধাক্কা লেগে মাটিতে পড়ে যান রিপন সরকার (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী। পরে পুলিশ তাকে উদ্ধার করতে গিয়ে ওই যুবকের শরীরে ৬ কেজি গাঁজার উপস্থিতি পায়।

ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি

গাইবান্ধা: পুলিশের চেকপোস্টের সিগন্যাল অতিক্রম করে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার সময় কুকুরের সঙ্গে ধাক্কা লেগে মাটিতে পড়ে যান রিপন সরকার (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী। পরে পুলিশ তাকে উদ্ধার করতে গিয়ে ওই যুবকের শরীরে ৬ কেজি গাঁজার উপস্থিতি পায়। এ সময় স্থানীয় জনগণের উপস্থিতিতে মাদক কারবারের অভিযোগে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ।

সোমবার (১৪ জুলাই) বিকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের চেকপোস্ট চলাকালে ঢাকা-রংপুর মহাসড়কের হাসপাতাল মোড়ে এ ঘটনা ঘটে।

গ্রেফতার রিপন সরকার সাদুল্লাপুর উপজেলার গঙ্গানারায়ণপুর সরকারপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, ‘চেকপোস্ট চলাকালে বগুড়ামুখী একটি দ্রুতগামীর মোটরসাইকেলকে থামার জন্য বলা হয়। কিন্তু আমাদের সিগন্যাল অমান্য করে পালাতে যাওয়ার সময় একটা কুকুরের সঙ্গে ধাক্কা লাগে। এতে ব্যাগে থাকা গাঁজা মহাসড়কের ওপর ছড়িয়ে পড়লে উপস্থিত লোকজন গাঁজা বহনকারী রিপনকে আটক করে আমাদের হাতে তুলে দেয়।’

তিনি আরও বলেন, ‘গাঁজাসহ মোটরসাইকেল আরোহী রিপনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের কাছে স্বীকার করেছে, গাঁজাগুলো ৩০ হাজার টাকার বিনিময়ে তিনি সিরাজগঞ্জের শাহজাদপুরে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছিলেন। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে।’

বাংলাফ্লো/এসকে

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0