শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে মাদকাসক্ত যুবকের মৃত্যু

নিহতের পরিবার জানিয়েছে, সোহেল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। পুলিশের ধারণা, মাদক সেবনের পর অচেতন অবস্থায় রেললাইনের ওপর পড়ে থাকাতেই এই দুর্ঘটনা ঘটে।

ছবি-বাংলাফ্লো

জেলা প্রতিনিধি

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে মো. সোহেল (৩৯) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ৯টার দিকে আলমডাঙ্গা রেলস্টেশনের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতের পরিবার জানিয়েছে, সোহেল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। পুলিশের ধারণা, মাদক সেবনের পর অচেতন অবস্থায় রেললাইনের ওপর পড়ে থাকাতেই এই দুর্ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গা রেলওয়ে (জিআরপি) ফাঁড়ির ইনচার্জ, উপপরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু জানান, সোমবার রাতে পার্বতীপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী রকেট মেইল ট্রেনটি আলমডাঙ্গা স্টেশন অতিক্রম করার সময়, লাইনের ওপর থাকা সোহেলকে কাটা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহত সোহেল আলমডাঙ্গা পৌর এলাকার সোহাগ মোড়ের নেপাল আলীর ছেলে।

এসআই জগদীশ চন্দ্র বসু বলেন, “নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জেনেছি, সোহেল দীর্ঘদিন যাবত নেশায় আসক্ত। রাতে মাদক সেবনের পর অচেতন হয়ে রেললাইনের উপরেই পড়েছিলেন। এ সময় রকেট মেইল ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।”

তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায়, সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0